বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা
এনএসএ কর্মকর্তা বললেন

রিজার্ভ চুরিতে উত্তর কোরিয়া

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) বলছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির জন্য উত্তর  কোরিয়ার হ্যাকাররা দায়ী। সংস্থার এক শীর্ষ কর্মকর্তা বলেন, ২০১৪ সালের সনির হলিউড স্টুডিও এবং ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে পিয়ংইয়ং জড়িত ছিল। গত মঙ্গলবার ওয়াশিংটনে আসপেন ইনস্টিটিউটের উদ্যোগে এক গোলটেবিলে এ দাবি করেন সাইবার তত্পরতা ও নজরদারিতে জড়িত সংস্থা এনএসএর উপ-পরিচালক রিক লেজেট। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফরেন পলিসিতে এ খবর দেওয়া হয়েছে। ওই গোলটেবিলে রিক লেজেট নিশ্চিত করে বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির পেছনে উত্তর কোরিয়ার কম্পিউটার হ্যাকার জড়িত ছিল। এ চুরির জন্য উত্তর কোরিয়াই দায়ী। এর আগে ব্লুমবার্গের এক খবরে বলা হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় তিনটি হ্যাকার গ্রুপের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে দুটি হ্যাকার গ্রুপকে শনাক্ত করা গেছে। যার একটি পাকিস্তানের, অপরটি উত্তর কোরিয়ার। প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (নিউইয়র্ক ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনা ঘটে। এর মধ্যে ৮ কোটি ১০ লাখ ডলার চলে যায় ফিলিপাইনে, আর ২ কোটি ডলার যায় শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার ফেরত পায় বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া ফিলিপাইনে যাওয়া অর্থের কিছু অংশ ফেরত এসেছে।

সর্বশেষ খবর