বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

তিস্তা চুক্তিতে আমরা আশাবাদী

নিজস্ব প্রতিবেদক

তিস্তা চুক্তিতে আমরা আশাবাদী

আনিসুল ইসলাম মাহমুদ

পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, তিস্তা চুক্তি চূড়ান্ত পর্যায়ে। তবে তা ঠিক কবে হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা আশাবাদী যে এটা হবে। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব পানি দিবস-২০১৭’ উদযাপন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন,  দুই দেশের প্রধানমন্ত্রী একমত হলে এই চুক্তি সহসাই হতে পারে। প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর তিস্তা চুক্তি নিয়ে। তিনি বলেন, ভারতের কিছু অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার আছে; যেগুলোর জন্য কিছু সময় লাগছে। সেটা তারা কীভাবে সমাধান করবেন, এই মুহূর্তে তা বলা যাচ্ছে না। তবে আমি বিশ্বাস করি, এই চুক্তিটা হবে, তবে দিনক্ষণ আমরা এখনই বলতে পারছি না। সফরের সময় উচ্চপর্যায়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত হতে পারে। পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তির বিষয়ে আলোচনা চলছে। পানিসম্পদমন্ত্রী বলেন, অনেকগুলো বিষয় জড়িত আছে। আঞ্চলিক সহযোগিতা এবং সার্বিকভাবে পানির ব্যবস্থাপনা, নদী ব্যবস্থাপনা এগুলোর বিষয়ে আলোচনা হওয়া স্বাভাবিক। দুই দেশের অভিন্ন স্বার্থ রক্ষায় পানি সম্পর্কিত চুক্তির বিষয়ে ইতিবাচক ফল আসবে। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আরও বলেন, ভারতের দুই পাশে বাংলাদেশের অবস্থান। তাই ভারতের সঙ্গে ১৯৯৮ সালে হওয়া গঙ্গা চুক্তির মাধ্যমে গঙ্গা নদীর ওপর ব্যারাজ তৈরি করার কথা ভাবা হচ্ছে। এতে আমরা সহজেই পানি সংরক্ষণ করতে পারব। মন্ত্রী বলেন, আমরা আগে নদী রক্ষা ও পানি সংরক্ষণের কথা ভাবতাম না। তাই দেশে সুপেয় পানির সংকট দেখা দিচ্ছে। বর্তমানে সুপেয় পানি ভূগর্ভের অনেক নিচে নেমে গেছে। এ কারণে আমরা ভূ-উপরিস্থ উৎস থেকে পানি সংরক্ষণের চেষ্টা চালাচ্ছি। ‘ভূগর্ভস্থ পানির উৎস আর করো না শেষ, ভূ-উপরিস্থ পানিতে বাঁচবে বাংলাদেশ’- এ প্রতিপাদ্যে পালিত হয়েছে ‘বিশ্ব পানি দিবস- ২০১৭’। এ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে সকালে একটি র‌্যালি বের হয়। পরে তা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসে শেষ হয়। এ সময় পানিসম্পদমন্ত্রী ছাড়াও পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর