বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সন্ত্রাস প্রাকৃতিক দুর্যোগের চেয়ে ভয়াবহ

নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাস প্রাকৃতিক দুর্যোগের চেয়ে ভয়াবহ

পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, বর্তমানে প্রত্যেক দেশকে নানাবিধ ঝুঁকির সঙ্গে লড়াই করতে হচ্ছে। সন্ত্রাসবাদ প্রাকৃতিক দুর্যোগের চেয়েও ভয়াবহ। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইউএনডিপি এবং পরিবেশ ও বন মন্ত্রণলয় যৌথ উদ্যোগে আয়োজিত ‘জলবায়ুজনিত বিপদাবস্থা হ্রাসে বাংলাদেশের উপকূলে বনায়ন ও পুনঃ বনায়নে কমিউনিটিভিত্তিক অভিযোজন      কর্মসূচি (আইসিবিএ-এআর)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বনমন্ত্রী বলেন, জলবায়ুর বিরূপ প্রভাবে উপকূলীয় অঞ্চলে দুর্যোগ মোকাবিলা একটি চ্যালেঞ্জ। দিন দিন পৃথিবী উষ্ণ হয়ে উঠছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সোচ্চার হতে হবে। তিনি বলেন, উপকূল অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় এ উদ্যোগটি অনেক কার্যকর ভূমিকা পালন করবে। সব উপকূলে একসঙ্গে বনায়ন সম্ভব নয়। প্রাধান্যের ভিত্তিতে বিভিন্ন উপকূলে বনায়ন করা হবে।  আনোয়ার হোসেন মঞ্জু বলেন, এ প্রকল্পের বাজেট দিয়ে সব সমুদ্র এলাকার দায়িত্ব নেওয়া সম্ভব নয়। মনে রাখবেন সমুদ্র অঞ্চল বলতে শুধু সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর নয়, এটি আরও বিস্তৃত। প্রসঙ্গত, উপকূলে বনায়নের জন্য ২০১৬ সালে আইসিবিএ-এআর নামে চার বছর মেয়াদি প্রকল্প নেওয়া হয়। এ প্রকল্পের মাধ্যমে ৬০ হাজার অতিদরিদ্র উপকূলবাসী জলবায়ু সহনশীল জীবিকায়ন সহায়তা পাবেন ও ৬৫০ হেক্টর জমিতে ম্যানগ্রোভ বনায়ন করা হবে। এ প্রকল্পটি জলবায়ু পরিবর্তনে সর্বাধিক ঝুঁকিপূর্ণ ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর ও নোয়াখালী জেলায় বাস্তবায়িত হবে।  অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনডিপির গ্রোগ্রাম স্পেশালিস্ট আরিফ এম ফয়সাল। বক্তব্য রাখেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইশতিয়াক আহমদ, ইউএনডিপির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর কিওকো ইয়োকোসুকা প্রমুখ।

সর্বশেষ খবর