বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায় দুর্নীতি

নিজস্ব প্রতিবেদক

অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায় দুর্নীতি

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দেশের অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায় দুর্নীতি। তিনি গতকাল দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৭ উপলক্ষে দুদক প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। এবারের প্রতিরোধ সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হচ্ছে— ‘দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচব, বাঁচবে দেশ’। এবার আগামী ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত পালিত হবে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ। দুদক চেয়ারম্যান আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে রাজনৈতিক মুক্তি, স্বাধীনতা, ভূখণ্ড ও পতাকা পেলেও অর্থনৈতিক মুক্তি পুরোপুরি পাইনি। আমাদের মনে রাখতে হবে অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি। তিনি আরও বলেন, আর্থ-সামাজিক মুক্তির জন্য দুর্নীতির বিরুদ্ধে চলমান সংগ্রামে দেশের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে। দুদক এ ক্ষেত্রে প্লাটফর্ম হিসেবে কাজ করছে। তিনি দেশব্যাপী বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচিতে সাধারণ মানুষের উপস্থিতি বৃদ্ধির অনুরোধ জানিয়ে আরও বলেন, সাধারণ মানুষ সম্পৃক্ত থাকলে দুর্নীতি প্রতিরোধ করা সহজ হবে। দুদক চেয়ারম্যান বলেন, ১০৭৩ জন জনবল নিয়ে দুর্নীতি প্রতিরোধ করা সত্যিই কঠিন। কমিশন প্রত্যাশা করে দেশের প্রতিটি নাগরিক স্ব স্ব স্থান থেকে দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখবে।

সর্বশেষ খবর