বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা
জাতিসংঘের প্রতিবেদন

মানব উন্নয়ন সূচকে এগিয়েছে বাংলাদেশ

প্রতিদিন ডেস্ক

জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) গত মঙ্গলবার স্টকহোম থেকে প্রকাশ করেছে মানব উন্নয়ন সূচক-২০১৬। সে অনুযায়ী বিগত ২০১৫ সালে মানব উন্নয়নে ১৮৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৯তম। ২০১৪ সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৪০তম। এবার বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে আফ্রিকার দেশ ঘানা ও জাম্বিয়া। সূচকে এবারও শীর্ষস্থান ধরে রেখেছে ইউরোপের সুখী দেশ নরওয়ে। দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া, তৃতীয় সুইজারল্যান্ড ও চতুর্থ জার্মানি। পঞ্চম স্থানে যৌথভাবে রয়েছে ডেনমার্ক ও সিঙ্গাপুর। এ ছাড়া সপ্তম স্থানে নেদারল্যান্ডস, অষ্টম আয়ারল্যান্ড, নবম আইসল্যান্ড এবং দশম স্থানে রয়েছে দুটি দেশ কানাডা ও যুক্তরাষ্ট্র। অর্থাৎ তালিকায় শীর্ষ দশে রয়েছে এশিয়ার একমাত্র দেশ সিঙ্গাপুর।

সর্বশেষ খবর