শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

জমজমাট প্রচারণা কুমিল্লায় আশাবাদী দুই প্রার্থীই

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

জমজমাট প্রচারণা কুমিল্লায় আশাবাদী দুই প্রার্থীই

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দুই হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা আর বিএনপির মনিরুল হক সাক্কুর নির্বাচনী প্রচারণা এখন জমজমাট। প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও দুই বড় দল এবং ১৪ ও ২০-দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা গতকাল গণসংযোগ করেন।

কেন্দ্রীয় ১৪ দল : ১৪ দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ‘নারায়ণগঞ্জের জনগণ নৌকায় ভোট দিয়ে যে ইতিহাস রচনা করেছে, আমরা আশা রাখি ৩০ মার্চ নির্বাচনেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সীমা আপাকে নৌকায় ভোট দিয়ে ইতিহাস সৃষ্টি করবে কুমিল্লার জনগণ। নৌকা জয়লাভ করলে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী হবে। উন্নয়নের জোয়ার সামনের দিকে এগিয়ে যাবে।’ গতকাল দুপুরে কুমিল্লা জেলা দক্ষিণ আওয়ামী লীগের কার্যালয়ে ১৪ দলের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক

সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, ত্রাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জাসদের সহসভাপতি ফজলুর রহমান বাবু, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ওয়ার্কার্স পার্টির মাহমুদুল হাসান মানিক, তরীকত ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ফারুকী, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক অসিত বরুণ রায়, ন্যাপের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নজরুল মজিদ বেলাল, গণআজাদী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ।

যুবলীগের প্রচারসভা : গতকাল সন্ধ্যায় কান্দিরপাড়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কুমিল্লা মহানগর উত্তর-দক্ষিণ যুবলীগের নির্বাচনী প্রচারসভা অনুষ্ঠিত হয়। আতাউর রহমান আতার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত। বক্তৃতা করেন কেন্দ্রীয় যুবলীগের আজাহার উদ্দিন, শাহজালাল, মিজানুর রহমান মিজান, তারিক আল হাসান লিউ, কুমিল্লা মহানগরের আবদুল্লাহ আল মাহমুদ শহীদ, কামরুল হাসান শাহীন প্রমুখ। কুমিল্লা সিটির এ প্রান্ত থেকে ও প্রান্তে নৌকা প্রতীক নিয়ে গণসংযোগ চালাচ্ছেন নাফিসা কামাল। গতকাল আঞ্জুম সুলতানা সীমার হয়ে বিভিন্ন এলাকায় পথসভা, লিফলেট বিতরণসহ ১৪ দলের সংবাদ সম্মেলনে যোগ দেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন। সাধারণ ভোটারদের মধ্যে ইতিমধ্যে তিনি ব্যাপক সাড়া ফেলেছেন। তরুণ ভোটাররা নৌকায় ভোট দেওয়ার বিষয়ে তাকে আশ্বস্ত করেছেন। তিনি কুমিল্লা সিটির স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দিয়ে কুমিল্লার উন্নয়ন এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

কেন্দ্রীয় ২০ দল : কুসিক নির্বাচনে ২০ দলের প্রধান সমন্বয়কারী এলডিপির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদের নেতৃত্বে ২০-দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গতকাল বিকাল থেকে কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে ২০ দল সমর্থিত বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুর সমর্থনে প্রচার চালান। বিকাল ৪টায় কুমিল্লা জজ কোর্ট এলাকা থেকে ২০ দল নেতৃবৃন্দ প্রচারণা শুরু করেন। এ সময় জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য এস এম এম আলম, ডেমোক্রেটিক লীগের মহাসচিব সাইফুদ্দিন মণি, সাম্যবাদী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহম্মেদ, পলিটব্যুরোর সদস্য কমরেড কাজী মোস্তফা কামাল, কমরেড সাইফ উদ্দিন মাহমুদ জুয়েল, কমরেড সুরাইফুল ইসলাম মাহফুজ, কমরেড আহমদ ভূইয়া প্রমুখ প্রচারণায় অংশ নেন।

এদিকে সকালে নগরীর চৌয়ারার নোয়াগ্রামে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে এক কর্মিসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, সব বিভ্রান্তি, ক্ষুদ্র স্বার্থ ভুলে কুসিক নির্বাচনে বেগম খালেদা জিয়ার প্রার্থী মনিরুল হক সাক্কুকে ধানের শীষে বিজয়ী করতে বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন। যার যার অবস্থান থেকে দলীয় ঐক্য ও সংহতি বজায় রেখে নির্বাচনী কাজ জোরদার করতে হবে।

সর্বশেষ খবর