শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বিপথগামীদের সুপথে ফিরাতে হবে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিপথগামীদের সুপথে ফিরাতে হবে

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি ছোট বেলার স্মৃতিচারণ করে বলেছেন, আগে পাড়া মহল্লায় লাইব্রেরি-পাঠাগার থাকত। সেখানে পত্রিকা কিংবা বই পড়ে জ্ঞানার্জন করা যেত। তারপর মাঠে খেলাধুলা করার সুযোগ ছিল। কিন্তু আজকের দিনে সেই অবস্থা না থাকার কারণেই ছেলে-মেয়েরা বিপথগামী হচ্ছে। ছেলে-মেয়েরা এখন প্রাচ্যের সভ্যতা, যাকে অনেকে অসভ্যতাও বলে সেদিকে ঝুঁকে পড়েছে। অন্যদিকে তারা ইয়াবাসহ নানা মাদকে আসক্ত হচ্ছে। সরকার ইতিবাচক মনোভাবের মাধ্যমে বিপথগামী ছেলে-মেয়েদের সুপথে ফিরিয়ে আনতে চায়। এজন্য পাঠাগার এবং জিমনেশিয়াম স্থাপনসহ ইতিবাচক নানা পদক্ষেপ নিয়েছে সরকার। এ ছাড়া উপবৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্কুলমুখী করেছে সরকার।

গতকাল বেলা ১১টায় বরিশাল নগরীর হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মন্ত্রীর প্রয়াত সহধর্মিণীর নামানুসারে ‘ফিরোজা আমু গ্রন্থাগার’ উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আলমগীর হোসেন খান আলো এতে সভাপতিত্ব করেন। এর আগে মন্ত্রী বিদ্যালয়ে গেলে তাকে স্বাগত জানান শিক্ষার্থীরা। পরে মন্ত্রী ফলক উন্মোচন এবং মোনাজাতের মাধ্যমে ‘ফিরোজা আমু গ্রন্থাগারের’ উদ্বোধন করেন।

সর্বশেষ খবর