শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশ ব্যাংকে অগ্নিকাণ্ড, তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকে অগ্নিকাণ্ড, তদন্ত কমিটি

বাংলাদেশ ব্যাংক ভবনের চৌদ্দতলায় গত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট একসঙ্গে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে —রোহেত রাজীব

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের অফিস আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল রাত সাড়ে ৯টার দিকে ব্যাংকের ত্রিশতলা ভবনের চৌদ্দতলায় হঠাৎ আগুন লাগে। রাত সাড়ে ১০টায় ফায়ার সার্ভিস জানায়, আগুন পুরো নিয়ন্ত্রণে চলে এসেছে। ওই তলার কক্ষগুলো এখন পরীক্ষা করে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি। আগুনে হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

আগুন লাগার খবর পেয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাত্ক্ষণিকভাবে ব্যাংকে ছুটে আসেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনের ভেতর প্রবেশ করেছেন ব্যাংকের গভর্নর ফজলে কবির, ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও আবু হেনা মোহা. রাজী হাসান রাজি। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। অগ্নিকাণ্ডের সময় ভবনের ভেতরে কেউ ছিল না। তবে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভবনে কিছু সংস্কার কাজ চলছিল। এ কাজে নিযুক্ত লোকজন রাত ৮টার মধ্যে বের হয়ে যান। আগুন লাগার পর বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ব্যাংক ভবনের সামনে জড়ো হওয়া উৎসুক জনতার ভিড় সামলাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গলদঘর্ম হতে হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ ব্যাংকের ত্রিশতলা ভবনের চৌদ্দতলায় আগুনের শিখা দেখে মানুষজন ‘আগুন, আগুন’ বলে চিৎকার করতে থাকে। আগুন দেখে ব্যাংকের সিকিউরিটি বিভাগের কর্মীরা ফায়ার সার্ভিসে ফোন দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর অভিযানে নেমে পড়েন। তারা তেরো ও চৌদ্দতলায় পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

সর্বশেষ খবর