শনিবার, ২৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

শাহজালালের কাছে চেকপোস্টে জঙ্গি নিহত, দায় স্বীকার আইএসের

নিজস্ব প্রতিবেদক

শাহজালালের কাছে চেকপোস্টে জঙ্গি নিহত, দায় স্বীকার আইএসের

ঢাকায় শাহজালাল বিমানবন্দরের কাছে চেকপোস্টে গতকাল বোমায় নিহত হয় জঙ্গি। সতর্ক প্রহরায় র‌্যাব সদস্যরা —জয়ীতা রায়

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকায় পুলিশের চেকপোস্টে আত্মঘাতী হামলায় একজন নিহত হয়েছে। গতকাল সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, বিমানবন্দর গোলচত্বর এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এক যুবক আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলেই সে মারা গেছে। তবে এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হয়নি। ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ বলছে, এক যুবক পুলিশের ওই তল্লাশিচৌকির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে তল্লাশির জন্য থামতে বলেন। এ সময় ওই যুবক সামনে এগিয়ে  গিয়ে নিজের শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে ঘটনাস্থলেই সে মারা যায়। বোমার স্প্লিন্টারে তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়েছে। নিহতের বয়স ২৮ থেকে ৩০ বছর। তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও টি-শার্ট। ঘটনার সময় তার সঙ্গে একটি ট্রলি ব্যাগ ছিল। এপিবিএনের এএসপি তানজিনা আক্তার বলেন, হামলার পর পর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিমানবন্দর এলাকায় এপিবিএনের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। শাহজালাল বিমানবন্দরের পরিচালক ইকবাল করিম বলেন, গত সপ্তাহে র‌্যাব সদর দফতরে হামলার পর বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়। সেটা আরও বাড়ানো হয়েছে। গত ১৭ মার্চ আশকোনায় র‌্যাবের ব্যারাকে আত্মঘাতী বিস্ফোরণে একজন নিহত হওয়ার পর দেশের সব বিমানবন্দর ও কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়। কিন্তু এক সপ্তাহের মাথায় মাত্র কয়েকশ মিটার দূরে বিমানবন্দর এলাকায় আবারও একই ঘটনা ঘটল। র‌্যাবের ব্যারাকে আত্মঘাতী বিস্ফোরণকে জঙ্গি হামলা বলেছিল আইনশৃঙ্খলা বাহিনী।

আইএসের দায় স্বীকার : এদিকে বিমানবন্দর গোলচত্বর এলাকায় পুলিশ বক্সের কাছে তল্লাশি চৌকিতে হামলায় একজন নিহত হওয়ার ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। আইএস পরিচালিত আমাক নিউজ এজেন্সির বরাত দিয়ে সাইট ইনটেলিজেন্স গ্রুপ এ কথা জানিয়েছে।

সর্বশেষ খবর