শনিবার, ২৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

কাল স্বাধীনতা দিবস কড়া নিরাপত্তায় প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

সাভার প্রতিনিধি

আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধকে। এ দিবসকে ঘিরে পুরো এলাকা সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। ধোয়া-মোছার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তৈরি করা হয়েছে চার স্তর নিরাপত্তা বলয়। বিশেষ আলোকসজ্জায় গাছে গাছে সাঁটানো হয়েছে নানা ধরনের দৃষ্টিনন্দিত লাইট। সাভারে নয় পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবার হোসেন গতকাল সকালে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করেন। সেনা বিমান ও নৌবাহিনীর  সুসজ্জিত দল স্মৃতিসৌধে রাষ্ট্রীয় সম্মান জানানোর মহড়া শেষ করেছেন। ফুলের বাগানগুলোও সাজানো হয়েছে অপরূপ সাজে। রাঙানো হয়েছে চত্বরের সিঁড়িসহ স্থাপনাগুলো। মূল শহীদ বেদিতে স্থাপন করা হয়েছে বিশেষ লাইট। আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে যাবতীয় ব্যবস্থা। স্মৃতিসৌধকে সুসজ্জিত করা হয়েছে। সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শতীনাথ বসাক বলেন, স্মৃতিসৌধের শোভাবর্ধনের জন্য প্রতি বছরের তুলনায় প্রশাসনের পক্ষ থেকে এবার হাতে নেওয়া হয়েছিল বাড়তি সাজসজ্জার কাজ। স্মৃতিসৌধের মূল বেদি, প্রতিটি রাস্তায় করা হয়েছে রং তুলির কাজ। স্মৃতিসৌধের সামনে সুইমিংপুলটি পরিষ্কার পানি দিয়ে ভরানো হয়েছে। পুরো স্মৃতিসৌধকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। সংসদ সদস্য ডা. এনামুর রহমান বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে। এবারের স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের চেতনায় সবার দীপ্ত শপথে বলিয়ান হোক, যেন শহীদের রক্ত বৃথা না যায়। সোনার বাংলাদেশ গড়ার এমনটিই প্রত্যাশা সবার। এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের দুই দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার নির্মাণ করা হয়েছে। এ ছাড়াও টাঙানো হয়েছে নানা রংয়ের ব্যানার আর ফেস্টুন। ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে পুরো স্মৃতিসৌধ এলাকাতে সিসিটিবি ক্যামেরার আওতায় আনা হয়েছে, তৈরি করা হয়েছে চার স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয়। এবার বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে তিনি জানান। এবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা, বিএনপি চেয়ারপারসন এবং রাজনৈতিক দল, বিভিন্ন বৈদেশিক কূটনৈতিকসহ বিভিন্ন সংগঠন বাঙালির  শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

সর্বশেষ খবর