শনিবার, ২৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ওয়ানডেতেও লঙ্কা বধের মিশন শুরু

ক্রীড়া প্রতিবেদক

ওয়ানডেতেও লঙ্কা বধের মিশন শুরু

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে সেই ডাম্বুলায়, যেখানে টাইগাররা এর আগে কোনো জয় পায়নি। ২০১০ সালে তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরেছিল বাজেভাবে। তবে আজ অতীতের সেই দুঃস্মৃতি মুছে দেওয়ার প্রত্যয়েই মাঠে নামছেন মাশরাফিরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।

শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ এর আগে ৩৮ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৩৩ ম্যাচেই জিতেছে লঙ্কানরা। বাংলাদেশের জয় মাত্র চারটিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তবে ইতিহাস লঙ্কানদের পক্ষে কথা বললেও শততম টেস্টে জয় বাংলাদেশকে আত্মবিশ্বাসী করে তুলেছে। তা ছাড়া গত দুই বছরের ওয়ানডে পারফরম্যান্স বাংলাদেশকে এগিয়ে রাখছে। তারপরও সিরিজের প্রথম ম্যাচে সতর্ক হয়ে মাঠে নামছে টাইগাররা। মাশরাফি বলেন, ‘সিরিজের প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ। তবে শেষটাও আমরা ভালো করতে চাই। জয়ই আমাদের একমাত্র লক্ষ্য।’ টেস্ট সিরিজে এগিয়ে গিয়েও জিততে না পারায় হতাশ লঙ্কানরা। তবে ওয়ানডে সিরিজ জয়ের জন্য মরিয়া লঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গা। তিনি বলেন, ‘টেস্ট সিরিজের পর আমরা কঠোর অনুশীলন করেছি। নিজেদের ভুলগুলো নিয়ে কথা বলেছি। টেস্টে আমরা অনেক ফিল্ডিং মিস করেছিলাম। সে বিষয়ে সবাই এখন সতর্ক।’ ঘরের মাঠে লঙ্কানরা টেস্টে যতটা শক্তিশালী ওয়ানডেতে ততটা নয়! সর্বশেষ সিরিজে লঙ্কানরা অস্ট্রেলিয়াকে টেস্টে হোয়াইটওয়াশ করলেও ওয়ানডেতে হেরে গিয়েছিল ৪-১ ব্যবধানে। এই পরিসংখ্যান আজ বাংলাদেশকে আরও উজ্জীবিত করতে পারে। তা ছাড়া ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে হারাতে পারলে র‌্যাঙ্কিংয়ে ছয়ে ওঠার হাতছানি রয়েছে বাংলাদেশের সামনে। এখন বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯১। শ্রীলঙ্কা ৯৮ পয়েন্ট নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে। তবে সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতলে দুই দলের পয়েন্ট হয়ে যাবে ৯৬। সেক্ষেত্রে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে ষষ্ঠ স্থানে উঠে যাবে বাংলাদেশ। আবার লঙ্কানদের কাছে হোয়াইটওয়াশ হয়ে গেলে আট নম্বরে নেমে যাওয়ার শঙ্কাও রয়েছে। মাশরাফিরা ৩-০-তে হেরে গেলে ৩ পয়েন্ট হারাবে। তখন ৮৯ পয়েন্ট নিয়ে সপ্তমে উঠে যাবে পাকিস্তান। বাংলাদেশ ৮৮ পয়েন্ট নিয়ে একধাপ নিচে নেমে যাবে। যদি বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ হারে সেক্ষেত্রে দুই দলের অবস্থানে কোনো পরিবর্তন হবে না। তবে র‌্যাঙ্কিং নিয়ে এই মুহূর্তে চিন্তা করছেন না মাশরাফিরা। তাদের টার্গেট কেবল জয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর