শনিবার, ২৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশের সঙ্গে সব সমস্যা মেটাতে হবে

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশের সঙ্গে সব সমস্যা মেটাতে হবে

মানিক সরকার

আগামী মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত ভারত সফরের আগেই এই প্রতিবেশী দেশটির সঙ্গে সব বকেয়া সমস্যা মিটিয়ে ফেলতে ভারত সরকারকে আর্জি জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। বৃহস্পতিবার আগরতলায় বিমস্টেক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সব বিবাদ ও বকেয়া সমস্যাগুলো মিটিয়ে ফেলা উচিত।’

উল্লেখ্য, আগামী ৭ এপ্রিল ভারত সফরে আসছেন শেখ হাসিনা। এই সফরকালে ভারতের সঙ্গে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। সেই প্রসঙ্গ তুলেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, ‘হাসিনার ভারত সফরের কথা মাথায় রেখেই আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি পাঠিয়েছি। চিঠিতে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন উদ্বেগের বিষয়টি উল্লেখ করা হয়েছে। যদিও সে সব বিষয় বিস্তারিতভাবে আমি এখানে আলোচনা করতে চাই না।’ প্রজ্ঞাভবনে ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি)-এর উদ্যোগে এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় অনুষ্ঠিত বিশতম বিমস্টেক সম্মেলনে উপস্থিত ছিল বাংলাদেশ, ভুটান, নেপাল, থাইল্যান্ড, মিয়ানমার, শ্রীলঙ্কার প্রতিনিধিরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর