শনিবার, ২৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে বিএনপি সমর্থকদের জয়

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে বিএনপি সমর্থকদের জয়

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কর্তৃত্ব ফিরে পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থকরা। গত এক বছর আওয়ামীপন্থিদের কাছে সংখ্যাগরিষ্ঠতা ছিল। এর আগে টানা পাঁচ বছর ছিল বিএনপি প্যানেল। এবারো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। আর বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন পঞ্চমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ দুটি শীর্ষ পদসহ সমিতির ১৪টি পদের আটটিতেই বিএনপি-জামায়াত সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল বা নীল প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ বা সাদা প্যানেল পেয়েছে একটি সহসভাপতি, একটি সহসম্পাদক ও  কোষাধ্যক্ষসহ মোট ছয়টি পদ। আগামী এক বছর এই কার্যনির্বাহী কমিটিই দেশের শীর্ষ আদালতের আইনজীবী সমিতির নেতৃত্ব দেবে। গত বছর সভাপতিসহ আটটি পদে জয়ী হয়ে সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সুপ্রিম কোর্ট বারের নেতৃত্ব পেয়েছিল। এর আগে টানা পাঁচ বছর এ সংগঠনের কর্তৃত্ব ছিল বিএনপি-জামায়াতপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের হাতে। বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ২০১৭-১৮ সেশনের নির্বাচনে ভোটগ্রহণের পর নির্বাচন পরিচালনা উপ-কমিটির সমন্বয়ক এ ওয়াই মশিউজ্জামান গতকাল সকালে ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, সমিতির ৫ হাজার ৮১ জন সদস্যের মধ্যে ৩ হাজার ৯২৮ জন দুই দিনে ভোট দিয়েছেন। অর্থাৎ ভোট পড়েছে ৭৭ শতাংশের বেশি। সমিতির নির্বাচন কমিশন এবার আনুষ্ঠানিকভাবে প্যানেলভিত্তিক নির্বাচনের বিধান রহিত করলেও বরাবরের মতই আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীদের মধ্যে সীমাবদ্ধ ছিল প্রতিদ্বন্দ্বিতা। শীর্ষ দুটি পদেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। নতুন সভাপতি জয়নুল আবেদীন জয় পেয়েছেন ৩৩ ভোটের ব্যবধানে। তার পাওয়া ১ হাজার ৯২৮ ভোটের বিপরীতে সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের আইন সম্পাদক আবদুল মতিন খসরু পেয়েছেন ১ হাজার ৮৯৫ ভোট। সম্পাদক পদে বিজয়ী মাহবুব উদ্দিন খোকন তার প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক রবিউল আলম বুদুর চেয়ে ৭০ ভোট বেশি পেয়েছেন। খোকনের ১ হাজার ৯১৬  ভোটের বিপরীতে বুদু  পেয়েছেন ১ হাজার ৮৪৬  ভোট। বিএনপি-জামায়াত সমর্থক প্যানেল থেকে উম্মে কুলসুম বেগম রেখাসহ সভাপতি এবং শামীমা সুলতানা দীপ্তিসহ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ প্যানেল থেকে সদস্য নির্বাচিত হয়েছেন আয়েশা আক্তার,  মৌসুমি আক্তার, মুহাম্মদ হাসিবুর রহমান ও শেখ তাহসিন আলী। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থক প্যানেল থেকে মো. অজিউল্লাহ সহ-সভাপতি, রফিকুল ইসলাম হিরু কোষাধ্যক্ষ এবং মো. শফিকুল ইসলামসহ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া এ বি এম নূরে আলম উজ্জ্বল, কুমার  দেবুল  দে ও  মো. হাবিবুর রহমান হাবিব জয় পেয়েছেন সদস্য পদে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাতটি সম্পাদকীয় ও সাতটি নির্বাহী সদস্য পদে এবারের এই নির্বাচনে এবার মোট ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রধান দুটি প্যানেলের বাইরে সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ, সম্পাদক পদে লড়েন অশোক কুমার ঘোষ ও মো. আবু এহিয়া দুলাল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর