শনিবার, ২৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সঙ্গে থাকতে রাজি না হওয়ায় খুন ব্যাংক কর্মকর্তা আরিফা

স্বামী রবিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

সঙ্গে থাকতে রাজি না হওয়ায় খুন ব্যাংক কর্মকর্তা আরিফা

রাজধানীর কলাবাগানে ব্যাংক কর্মকর্তা আরিফুন্নেসা আরিফা হত্যা মামলায় তার সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার একটি বাড়ি থেকে ডিবির একটি টিম তাকে গ্রেফতার করে। রবিন আরিফা হত্যা মামলার একমাত্র আসামি। গতকাল দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন জানান, আরিফাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার পর এক বন্ধুকে ফোন করে তার মৃত্যুর খবর নেয় রবিন। এরপর তিনি ঢাকা থেকে পালিয়ে প্রথমে জামালপুরে যান। সেখান থেকে টাঙ্গাইলের একটি গ্রামে দূরসম্পর্কিত এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন। এর মধ্যে তিনি তার মোবাইল ফোনে একবারই কথা বলেছেন তার এক বন্ধুর সঙ্গে। আবদুল বাতেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারালো অস্ত্র দিয়ে আরিফাকে হত্যার কথা স্বীকার করে রবিন জানায়, ২০১২ সালে প্রেম করে বিয়ে করেন এবং ২০১৬ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। কিন্তু বিচ্ছেদের পরে আবার আরিফার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন তিনি। কিন্তু আরিফা রাজি না হওয়ায় ক্রোধের বশবর্তী হয়ে হত্যার পথ বেছে নেন রবিন। উল্লেখ্য, ১৬ মার্চ সকাল পৌনে ৯টার দিকে কলাবাগান সেন্ট্রাল রোডের ১৩ নম্বর ওয়েস্টিন স্ট্রিটের বাসার সিঁড়িতে যমুনা ব্যাংক কর্মকর্তা আরিফাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় রবিন। পরে আরিফাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার রাতেই আরিফার ভাই আবদুল্লাহ আল আমিন ঘাতক রবিনকে আসামি করে কলাবাগান থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরা ফুটেজে পর্যবেক্ষণ করে খুনের সঙ্গে রবিনের সংশ্লিষ্টতা পায় পুলিশ। অবশ্য আগে থেকেই আরিফা রবিনের বিরুদ্ধে উত্ত্যক্ত করার অভিযোগ করে আসছিলেন। এ বিষয়ে কলাবাগান থানায় রবিনের বিরুদ্ধে ছয় মাস আগে জিডিও করা হয়েছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর