রবিবার, ২৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সিংহের গুহায় বাঘের গর্জন

৯০ রানে বাংলাদেশের জয়, তামিমের রেকর্ড

মেজবাহ্-উল-হক

সিংহের গুহায় বাঘের গর্জন

সাত বছর আগে যে ডাম্বুলায় বাংলাদেশকে নিয়ে ছেলেখেলা খেলেছিল শ্রীলঙ্কা, গতকাল সেই একই মাঠে স্বাগতিকদের তুলাধোনা করে দিয়ে প্রতিশোধ নিলেন মাশরাফিরা। ৯০ রানের আগ্রাসী এক জয়। এ যেন সিংহের দেশে বাঘের গর্জন!

ছিচল্লিশতম স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে শ্রীলঙ্কার মাটিতে অবিস্মরণীয় জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল বাংলাদেশ! ঐতিহাসিক শততম টেস্টে জয় দিয়ে বাংলাদেশ ‘টেস্ট সিরিজ’ যেখানে শেষ করেছিল ঠিক সেখান থেকেই শুরু হলো ওয়ানডে সিরিজ! মাশরাফিরা যে মাঝে বেশ কয়েক মাস ৫০ ওভারের ম্যাচ খেলেননি কালকের ম্যাচ থেকে তা বোঝার উপায় ছিল না। কী অসাধারণ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং! এক কথায় বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। কাল মাশরাফিদের শুরুটা হয়েছিল টসে হার দিয়ে। কিন্তু ম্যাচ শেষে দেখা যায়, টস-হারই ছিল শাপেবর! প্রথমে ব্যাট করে তামিম ইকবালের সেঞ্চুরি ও সাকিব-সাব্বিরের হাফ সেঞ্চুরিতে ৩২৪ রান করে বাংলাদেশ। তারপর মাশরাফি-মিরাজ-মুস্তাফিজদের বোলিংয়ে ২৩৪ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। বাংলাদেশ দলীয় সমন্বয়ে অসাধারণ জয় পেলেও ম্যাচটি ছিল তামিমময়। গতকাল ১২৭ রানের এক অনবদ্য ইনিংস খেলেছেন ড্যাসিং ওপেনার। ১৫টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কা। সাকিব খেলেছেন ৭১ বলে ৭২ রানের ইনিংস। হাফ সেঞ্চুরি করেছেন সাব্বির রহমানও। তার ব্যাট থেকে এসেছে ৫৪ রান। তামিম-সাকিব-সাব্বির ত্রয়ীর ব্যাটে ভর করেই রানের এভারেস্টে পৌঁছে যায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে সাকিবের সঙ্গে জুটিতে ১৪৪ রান করেন তামিম। দ্বিতীয় উইকেটে সাব্বিরের সঙ্গেও ৯০ রানের আরেকটি জুটি গড়েছিলেন তামিম। এ দুই জুটিই বাংলাদেশকে এনে দিয়েছিল ৩২৪ রানের স্কোর। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডেতে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ এটি। ডাম্বুলার রানগিরি স্টেডিয়ামে এটি দ্বিতীয় সর্বোচ্চ। সব মিলে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ স্কোর। বাংলাদেশের সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ স্কোর দুটিই পাকিস্তানের বিরুদ্ধে (৩২৯ ও ৩২৬)। কাল তামিম করেছেন তার ওয়ানডে ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরি। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় শতক (প্রথমটি ছিল ২০১৩ সালে হাম্বানটোটায় ১১২ রান)। গতকাল আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন তামিম, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান করার কীর্তি গড়েন। গতকাল ওয়ানডে অভিষেকেই আলো ছড়িয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৪৩ রানে নিয়েছেন ২ উইকেট। ৩ উইকেট মুস্তাফিজুর রহমান। ২ উইকেট নিয়েছেন মাশরাফি। দারুণ এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ। ডাম্বুলাতেই ২৮ মার্চ দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। জিতলেই নিশ্চিত হয়ে যাবে সিরিজ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর