রবিবার, ২৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ধর্মীয় বিদ্বেষের শিকার বাংলাদেশিরা

ধর্মীয় বিদ্বেষের শিকার বাংলাদেশিরা

বাংলাদেশিসহ দক্ষিণ এশীয়রা ধর্মীয় ও জাতিগত বিদ্বেষমূলক হামলার শিকার হচ্ছেন বলে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেশনাল বাংলাদেশ ককাসের সদস্য কংগ্রেসওম্যান গ্রেস মেং। তিনি বলেন, ‘অভিবাসী, মুসলিম, আরব, শিখ, হিন্দু ও দক্ষিণ এশিয়ান-আমেরিকানরা প্রতিনিয়ত ধর্মীয় ও জাতিগত বিদ্বেষমূলক হামলার শিকার হচ্ছেন। গোটা কমিউনিটিতে সন্ত্রস্ত অবস্থা বিরাজ  করছে। রাজনৈতিক সভা-সমাবেশের বক্তব্য থেকেই এ ধরনের বিদ্বেষের বিস্তার ঘটছে।’ ২৩ মার্চ মার্কিন কংগ্রেসের শুনানিতে অংশ নিয়ে প্রতিনিধি পরিষদে পররাষ্ট্র সম্পর্কিত কমিটির প্রভাবশালী এই সদস্য এ উদ্বেগ প্রকাশ করেন। কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেন, গত বছর নিউইয়র্ক সিটিতে একজন ইমাম, একজন মুয়াজ্জিন এবং কর্মজীবী এক মহিলা ধর্মীয় ও জাতিগত বর্বরতার শিকার হয়েছেন। এ তিনজনই বাংলাদেশি। এ ছাড়া অতি সম্প্রতি দুই ভারতীয়কে হত্যা এবং আরও অন্তত পাঁচজনকে আহত করা হয়েছে ধর্মীয় ও জাতিগত বিদ্বেষের কারণে। গত বছর নভেম্বরের জাতীয় নির্বাচনের আগে থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন সিটিতে বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ানরা ধর্মীয় ও জাতিগত বিদ্বেষমূলক হামলার শিকার হচ্ছেন। ইউএস ক্যাপিটল হিলে এ শুনানির আয়োজন করে সাউথ এশিয়ান আমেরিকান লিডিং টুগেদার (সল্ট) নামক জাতীয়ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা। ‘ক্ষমতা, যন্ত্রণা ও সম্ভাবনা’ শীর্ষক এ আলোচনার প্রারম্ভে সুনির্দিষ্ট তথ্যভিত্তিক একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেন, ‘সল্টের এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী এবং এ জন্য আমি সল্টের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এভাবেই আমরা সহিংসতা রোধ করে সম্প্রীতির বন্ধন সুসংহত করতে সক্ষম হব বলে আশা করছি।’ খবর এনআরবি নিউজ।

সর্বশেষ খবর