শিরোনাম
রবিবার, ২৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

জঙ্গিদের বিষয়ে সঠিক তথ্য চাই

নিজস্ব প্রতিবেদক

জঙ্গিদের বিষয়ে সঠিক তথ্য চাই

জঙ্গি তৎপরতায় উদ্বেগ প্রকাশ করে একে ‘রাজনৈতিক উদ্দেশ্যে’ ব্যবহারের পথ ছাড়তে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘প্রতিদিন যে ঘটনাগুলো ঘটছে, তাতে আমরা প্রচণ্ডভাবে উদ্বিগ্ন। সরকারের একেকটি প্রতিষ্ঠান, এজেন্সি একেকরকম বক্তব্য দিচ্ছে। আমরা জঙ্গিদের সম্পর্কে সঠিক তথ্য চাই।’ স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে গতকাল নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘সরকার একে (জঙ্গিবাদ) আসলে সমাধান করতে চায় না। তারা একে জিইয়ে রেখে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। জঙ্গিবাদ যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না হয়, সেই আহ্বান জানাচ্ছি।’ বিএনপিকে দোষারোপের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘সঠিক সত্য অনুসন্ধান না করে, তদন্ত না করে যদি প্রথমেই এ ধরনের উক্তি করা হয়, যাদের জড়ানো হচ্ছে তাদের যদি হত্যা করা হয়, তাহলে কোনো দিনই সত্য উদ্ঘাটন হবে না। সেজন্য আমরা বার বার বলে আসছি, সব রাজনৈতিক দলের মধ্যে মতৈক্য তৈরি করে সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে একে প্রতিরোধ করতে হবে। আর সঠিক তথ্য উদ্ঘাটন করতে হবে কারা এই কাজের সঙ্গে জড়িত, কারা মদদ দিচ্ছে। নইলে আসল যারা ক্রিমিনাল, তারা বাইরেই থেকে যাবে।’ বাংলাদেশের বর্তমান অবস্থা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশে আজ গণতন্ত্র নেই। মানবাধিকার নেই, আইনের শাসন নেই। মানুষের আজ কোনো নিরাপত্তা নেই। কোনো অধিকার নেই। কথা বলতে গেলে আমাদের বিরুদ্ধে মামলা হয়। আইনসম্মতভাবে মিছিল-মিটিং করতে দেওয়া হয় না। উল্টো হত্যা করা হয়। আমাদের সমাবেশ করতে দেওয়া হয় না।’ তিস্তার পানিবণ্টন চুক্তি না হলে প্রধানমন্ত্রীর ভারত সফর অর্থহীন বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব ফখরুল। তিনি বলেন, ‘আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম অন্তত আমাদের পানি সমস্যা সমাধানের এজেন্ডায় থাকবে। এখন পর্যন্ত আমরা জানি না কী বিষয়ে আলোচনা হবে, কী চুক্তি হবে। পানিসম্পদমন্ত্রী বলছেন তিস্তা চুক্তির নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা নেই। তাহলে কী জন্য যাচ্ছি আমরা? তিস্তা চুক্তি না হলে আমরা কি শুধু তাদের সমস্যা সমাধানের জন্য যাচ্ছি?’ সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, ‘এই চুক্তি কীভাবে হবে, তা আমাদের জানা প্রয়োজন। এজন্যই জানা প্রয়োজন যে, অতীতে আমরা দেখেছি এমন চুক্তির মাধ্যমে ক্ষুদ্র দেশগুলো বিপদগ্রস্ত হয়ে পড়ে। বিশেষজ্ঞরাও বলেছেন এ ধরনের চুক্তিতে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়বে। এখনো দৃঢ়ভাবে বলছি, দেশের স্বার্থ ও রাষ্ট্রবিরোধী কোনো চুক্তি মানুষ মেনে নেবে না।’ জাতীয়তাবাদী যুবদল এ প্রদর্শনীর আয়োজন করে। যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ফিতা কেটে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর, দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু, উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম জুয়েল, কেন্দ্রীয় নেতা আবদুল খালেক, ফারুক আহমেদ, কামরুজ্জামান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর