সোমবার, ২৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

পাল্টা কৌশলে জঙ্গিরা, ৬৪ এসপিকে সতর্কবার্তা

মির্জা মেহেদী তমাল

পাল্টা কৌশলে জঙ্গিরা, ৬৪ এসপিকে সতর্কবার্তা

রাজধানীতে চেকপোস্টে সতর্ক পুলিশ —রোহেত রাজীব

পাল্টা হামলার কৌশলে জঙ্গিরা। তাদের ডেরায় একের পর এক পুলিশি অভিযানের প্রতিশোধ নিতে তারা এ কৌশল নিয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। তাদের আশঙ্কা, কোণঠাসা হয়ে পড়া জঙ্গিরা সর্বোচ্চ শক্তি নিয়েই মাঠে নেমেছে। দেশের যে কোনো স্থানে যে কোনো সময় তারা অ্যাটাকে যেতে পারে। শনিবার সিলেটের শিববাড়ীর আতিয়া মহলে সেনাবাহিনীর অভিযানকালে জঙ্গিরা পাল্টা হামলা চালায়। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সদস্যসহ নিহত হন ছয়জন। আর এই পাল্টা হামলার মাধ্যমে তারা তাদের শক্তি-সামর্থ্যেরও জানান দেয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের সর্বত্র এখন জঙ্গি আতঙ্ক। তাদের নিত্যনতুন কৌশল পুলিশ ও গোয়েন্দাদের ভাবিয়ে তুলেছে। এমন এক পরিস্থিতিতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ৬৪ জেলার পুলিশ সুপারদের বিশেষ সতর্কতামূলক বার্তা দিয়েছে পুলিশ সদর দফতর। জনগণের জানমালের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়েছে ওই বার্তায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, জঙ্গিদের মধ্যে পাল্টা হামলার এক ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। ১৫ ও ১৬ মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুটি অভিযান চালানো হয়। এ অভিযানের একদিন পরই ১৭ মার্চ রাজধানীর আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরের ভিতর ঢুকে আত্মঘাতী হামলা চালায় এক জঙ্গি। এর এক সপ্তাহের ব্যবধানে ২৪ মার্চ ভোরে সিলেটের শিববাড়ীর ওই বাসায় অভিযান চালানো হয়। ওই দিন রাতেই ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচত্বর এলাকায় আত্মঘাতী বোমা বিস্ফোরণ, শনিবার সিলেটে অভিযানস্থলের পাশেই আত্মঘাতী বিস্ফোরণকে পাল্টা হামলা হিসেবেই বিবেচনা করা হচ্ছে। ঢাকার কাউন্টার টেররিজম ইউনিটের একজন কর্মকর্তা বলেন, ‘কোণঠাসা হয়ে যাওয়ার কারণে জঙ্গিরা মরিয়া হয়ে উঠেছে। বিশেষ করে জঙ্গিদের একাধিক আস্তানায় অভিযানের কারণে তাদের শক্তি-সামর্থ্যও কমে এসেছে। এ কারণে জঙ্গিরা পাল্টা অ্যাটাক করে শক্তি-সামর্থ্য জানান দেওয়ার চেষ্টা করছে। এখনো শীর্ষ কয়েকজন জঙ্গি পলাতক রয়েছে, যারা পাল্টা হামলার পরিকল্পনা ও নির্দেশনা দিচ্ছে।’ পুলিশ সদর দফতর সূত্র জানায়, সিলেটের ঘটনার পর পরই দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের বিশেষ সতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় ঘটনাস্থলের পাশেই বিস্ফোরণের ঘটনার পরপর রাতে এ সতর্কতামূলক বার্তা পাঠিয়েছে পুলিশ সদর দফতর। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি চালানো হচ্ছে। থানায় অ্যালার্ম প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের আরও সতর্ক হয়ে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। তিনি জানান, দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের কাছেই এই বিশেষ বার্তা পাঠানো হয়েছে। আলাপকালে পুলিশ সুপাররা জানান, পুলিশ সদর দফতর থেকে বিশেষ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। একই সঙ্গে বিদেশি নাগরিক, বিশিষ্ট ব্যক্তি ও বিশেষ স্থাপনার সামনে জোর নজরদারিসহ দায়িত্বরত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। জঙ্গিবিরোধী অভিযানের সঙ্গে যুক্ত পুলিশ কর্মকর্তারা বলছেন, ‘জঙ্গিরা সাধারণ নাগরিকদের টার্গেট না করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তাদের বিশেষ ক্ষোভ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের কাজে বাধা হিসেবে মনে করে তারা। এ জন্য ‘‘তাগুত শক্তি’’র ওপর আক্রমণের চেষ্টা করছে। ৭ মার্চ কুমিল্লার চান্দিনা থেকে গ্রেফতার আহমেদ আজওয়াদ ইমতিয়াজ তালুকদার ওরফে অমি জিজ্ঞাসাবাদে অনেক তথ্য দিয়েছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ বিভাগীয় এবং জেলা শহরে তাদের একাধিক আস্তানা রয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার নির্দেশনার কথাও জানিয়েছে।’

সর্বশেষ খবর