সোমবার, ২৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ট্রাকের ধাক্কায় ঝরল ১৩ প্রাণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ট্রাকের ধাক্কায় ঝরল ১৩ প্রাণ

চুয়াডাঙ্গায় গতকাল সড়ক দুর্ঘটনায় নিহতদের সারি —বাংলাদেশ প্রতিদিন

চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের জয়রামপুরে ট্রাকের সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে ভটিভটিতে থাকা ২২ জন নির্মাণশ্রমিকের মধ্যে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। হতাহতরা সবাই দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের বাসিন্দা। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল ভোর সাড়ে ৬টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চুয়াডাঙ্গার জেলা প্রশাসক সায়মা ইউনুস ও পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছুটে যান। তারা আহতদের চিকিৎসার খোঁজ নেন। নিহতরা হলেন, বড়বলদিয়া গ্রামের আফদার আলী (৪৫), বিল্লাল হোসেন (৩৬), আকুব্বর হোসেন (৪৮), ইজ্জত আলী (৪২), নজির হোসেন (৩৬), মো. শান্ত (৩৮), হাফিজুল ইসলাম (৩৫), শফিকুল ইসলাম (৩৭), লাল মোহাম্মদ (৪৫), রফিকুল আলম (৪০), বিল্লাল হোসেন (৩৯), জজ মিয়া ও (২৮) শাহীন আলী (২৫)। চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, ভোর সাড়ে ৬টার দিকে দর্শনা থেকে চুয়াডাঙ্গা আসছিলেন ভটভটির নির্মাণশ্রমিকরা। তারা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জে নির্মাণশ্রমিক হিসেবে একটি রাস্তার কাজ করার জন্য আসছিলেন। এ সময় দর্শনামুখী ট্রাক মুখোমুখি ভটভটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মারা যান আটজন। পরে হাসপাতালে আরও পাঁচজন মারা যান। দুর্ঘটনার পরপরই জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে আসেন। হাসপাতালে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। নিহত ও আহতদের নিকটজনরা কান্নায় ভেঙে পড়েন। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক আবদুস সালাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখান থেকে আটজনের লাশসহ ১৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পৌঁছে দিই।’ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রাজীবুল ইসলাম জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন মারা যান। পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আলম জানান, হতাহতরা সবাই বড়বলদিয়া গ্রামের বাসিন্দা। ভয়াবহ এ দুর্ঘটনার ফলে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনাটি ঘটে দামুড়হুদার হাউলি ইউনিয়ন পরিষদের অন্তর্গত জয়রামপুর বটতলায়। ওই ইউনিয়নের চেয়ারম্যান হাসপাতালে জানান, এ ঘটনাটি যেখানে ঘটেছে, সেখানে আগে আরও বেশ কয়েকবার দুর্ঘটনা ঘটেছে। রাস্তা ভালো হওয়ায় এখানে দ্রুতগতিতে গাড়ি চলে। দ্রুতগতির কারণেই এ দুর্ঘটনাটি ঘটে। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান জানান, মর্মান্তিক এ দুর্ঘটনায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষে হতাহত প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসার জন্য এবং নিহতদের দাফনের জন্য এ সহায়তা দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর