সোমবার, ২৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সিরিজ জয়ের হাতছানি

ক্রীড়া প্রতিবেদক

ডাম্বুলায় লঙ্কান দুর্গ জয় করে পুরো দলটাই কেমন চনমনে হয়ে উঠেছে। দেশপ্রেমের উত্তম দৃষ্টান্ত মাশরাফির মন্ত্রে দীক্ষিত হয়ে উঠতে চাইছে দলের বাকিরা। তরুণতম মেহেদী মিরাজও এই তালিকায় শামিল। লঙ্কানদের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ভাগাভাগি করে নেওয়ার পর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটা জয় করেই অধিনায়ক মাশরাফি বলেছিলেন, সিরিজের প্রথম ম্যাচটা জয় করা খুবই জরুরি। আমরা সেটা করেছি। এবার কী? মাশরাফি মুখ ফুটে না বললেও চুপ থাকতে পারেননি তরুণতম সদস্য মেহেদী। খোলাখুলি বলে দিলেন, কলম্বোর অপেক্ষা করতে চায় না টাইগাররা। টেস্ট সিরিজেই লঙ্কানদের অহঙ্কার ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন মাশরাফিরা। সিরিজের প্রথম ওয়ানডেতে ৯০ রানের জয়ে লঙ্কানদের পাশাপাশি বিশ্ব ক্রিকেটকেও শক্ত বার্তা দিল বাংলাদেশ। লঙ্কানদের এই দলটাই তো কিছুদিন আগে কী দুরন্ত ক্রিকেটই না খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে! টি-২০ সিরিজ জয় করেছে। টিম মাশরাফি বিশ্ব ক্রিকেটের নতুনতম পরাশক্তির মর্যাদা এবার দাবি করতেই পারে! এই দাবিটা আরও জোরালো করার জন্যই যেন এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে চাইছে টাইগাররা। মেহেদী হাসান মিরাজ বলছেন, ‘আশা করি, ডাম্বুলাতেই সিরিজ জয় করতে পারব।’ প্রথম ম্যাচে তামিম-সাকিবদের দুরন্ত ব্যাটিং আর মাশরাফি-মুস্তাফিজদের বোলিংয়ে কোণঠাসা করেছিল লঙ্কান ক্রিকেটকে। আগামীকাল জিতলেই টাইগারদের প্রবল হুঙ্কারে কাঁপবে পুরো শ্রীলঙ্কা। তামিম মনে করেন, মাশরাফির মতো দুর্দান্ত মনোবল দেখাতে পারলে বাংলাদেশের জয় রুখতে পারবে না কেউই। দলের সবাইকে অধিনায়কের মতো উদ্যোমী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। অবশ্য তামিমের মতো মনোভাব রয়েছে দলের বাকিদেরও। এখন বাংলাদেশ দলটা সত্যিই টিম মাশরাফি হয়ে উঠেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর