সোমবার, ২৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ভারত ভালো বন্ধু বাংলাদেশের

কূটনৈতিক প্রতিবেদক

ভারত ভালো বন্ধু বাংলাদেশের

নরেন্দ্র মোদি

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘মন কি বাত’ নামে একটি নিয়মিত আয়োজনে নরেন্দ্র মোদি এ শুভেচ্ছা জানান। বার্তায় তিনি বলেন, আজ ২৬ মার্চ। এই দিন বাংলাদেশের স্বাধীনতা দিবস। অন্যায়ের বিরুদ্ধে এক ঐতিহাসিক লড়াইয়ের দিন। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের জনগণের এক অভূতপূর্ব বিজয়ের দিন। মাহাত্ম্যপূর্ণ এ দিনে আমি বাংলাদেশের জনগণের স্বাধীনতা দিবসের অনেক শুভকামনা জানাই। আর কামনা করছি বাংলাদেশ আরও এগিয়ে যাক, আরও বিকশিত হোক। বাংলাদেশের মানুষকে আমি এ আস্থা দিতে চাই যে, ভারত বাংলাদেশের অনেক ভালো বন্ধু। আর আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই পুরো অঞ্চলের শান্তি সুরক্ষা ও বিকাশে আমাদের সহযোগিতা অব্যাহত রাখব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারত ও বাংলাদেশ উভয়েরই জাতীয় সংগীতের রচয়িতা বলেও বার্তায় উল্লেখ করেন নরেন্দ্র মোদি। এ ছাড়াও বাংলাদেশকে শুভেচ্ছা জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনটি বার্তা পোস্ট করা হয়েছে। এর একটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নরেন্দ্র মোদির শ্রদ্ধা জানানোর ছবি পোস্ট করা হয়েছে।

সর্বশেষ খবর