সোমবার, ২৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা
আন্ডার সেক্রেটারি আসছেন আজ

আলোচনায় তিন ইস্যু ব্রিটেনের সঙ্গে

কূটনৈতিক প্রতিবেদক

প্রথমবারের মতো ‘বাংলাদেশ-যুক্তরাজ্য কৌশলগত সংলাপ’ আগামীকাল ঢাকায় অনুষ্ঠিত হবে। এ সংলাপে নেতৃত্ব দিতে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি স্যার সাইমন ম্যাকডোনাল্ড আজ ঢাকা এসে পৌঁছবেন। তিনিই আগামীকাল ব্রিটিশ প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেবেন। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। সংলাপে ঢাকার পরিবর্তে নয়াদিল্লি থেকে ব্রিটিশ ভিসা মূল্যায়নের সিদ্ধান্ত প্রত্যাহার করতে যুক্তরাজ্যকে অনুরোধ জানাবে বাংলাদেশ। সংলাপে বাংলাদেশের অগ্রাধিকার বিষয় হিসেবে থাকছে ব্রেক্সিট, বিমানবন্দর নিরাপত্তা ও রোহিঙ্গা। যুক্তরাজ্যের পক্ষ থেকে সে দেশে অবৈধভাবে অবস্থান করা ২০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রসঙ্গ আলোচনার এজেন্ডায় থাকছে। কূটনৈতিক সূত্র জানায়, সংলাপে তিনটি পর্ব থাকবে। প্রথম পর্বে রাজনীতি, পররাষ্ট্রনীতি ও ২০৩০ সাল পর্যন্ত উন্নয়ন এজেন্ডা; দ্বিতীয় পর্বে ব্রেক্সিট ও এর সম্ভাব্য প্রভাব, অর্থনৈতিক, বাণিজ্যিক, বিনিয়োগ, অভিবাসন এবং তৃতীয় পর্বে নিরাপত্তা, বিমানবন্দরের নিরাপত্তা, সামরিক সহযোগিতা, সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। জানা গেছে, যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশিরা ভিসা আবেদন ঢাকায় করলেও এর মূল্যায়ন হচ্ছে ভারতে। এর ফলে বাড়ছে জটিলতা। অনেকের অভিযোগ, ভারতে মূল্যায়ন করার কারণে ভিসা পাওয়ার অনেক ব্যক্তিকেও ভিসা দেওয়া হচ্ছে না। কৌশলগত সংলাপে বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করবে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ব্রেক্সিটের ফলে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হয়ে যাবে। এর ফলে বাংলাদেশ অভিন্ন ইইউ বাজারে যে সুবিধা পেয়ে থাকে, সেই একই সুবিধা যুক্তরাজ্যের বাজারেও চায়। এ ছাড়া বাংলাদেশ থেকে কার্গো পাঠানোর ওপর নিষেধাজ্ঞা জারির পর বিমানবন্দর কর্তৃপক্ষ একটি ব্রিটিশ সংস্থাকে এর নিরাপত্তার দায়িত্ব দেয়। এর ফলে নিরাপত্তাব্যবস্থারও অনেক উন্নতি হয়। এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বাংলাদেশ জোরালোভাবে তুলে ধরবে। কারণ এর অনেক উন্নতি হয়েছে। সন্ত্রাসবাদ ও উগ্রবাদ এবং সামরিক সহযোগিতা নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হবে। অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ফেরত আনার বিষয়টি আলোচনা করতে চায় যুক্তরাজ্য। সূত্রের খবর, যুক্তরাজ্যে ২০ হাজার বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছে। তাদের ফেরত পাঠানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় রাখছে ব্রিটেন। এ ক্ষেত্রে ঢাকার পক্ষ থেকে ব্রিটিশ কর্মকর্তাদের জানানো হবে, অবৈধভাবে অবস্থান করা কেউ বাংলাদেশি হিসেবে প্রমাণিত হলে তাদের ফেরত নিয়ে আসা হবে।

সর্বশেষ খবর