মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

প্রাণভিক্ষা চাইলেন মুফতি হান্নানসহ দুই সহযোগী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও সিলেট

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নান ও তার সহযোগী দেলোয়ার হোসেন ওরফে রিপন এবং শরীফ শাহেদুল বিপুল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন। মুফতি হান্নান গতকাল সন্ধ্যায় প্রাণভিক্ষার আবেদন করেন বলে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সুপার মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান। বিপুলও কাশেমপুর কারাগারে রয়েছেন। দুপুরে সিলেট কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের কাছে প্রাণভিক্ষার আবেদন করেন রিপন। রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিলে তাদের মৃত্যুদণ্ড কার্যকরে আর কোনো বাধা থাকবে না। এই মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল খারিজের পর রায় পুনর্বিবেচনার আবেদন করেন মুফতি হান্নান। কিন্তু শুনানি শেষে আদালত তা নাকচ করে। ২০০৪ সালের ২১ মে সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। এতে আনোয়ার চৌধুরী, সিলেট জেলা প্রশাসকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত এবং পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত হন। ওই ঘটনায় ওইদিন কোতোয়ালি থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। ২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সামীম মো. আফজাল রায় ঘোষণা করেন। আসামিদের মধ্যে মুফতি হান্নান, বিপুল ও রিপনকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে আসামিপক্ষের আপিল ও ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানি শেষে ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি রায় দেয় হাই কোর্ট। হাই কোর্টের রায়ে আসামিদের আপিল খারিজ করে মুফতি হান্নানসহ তিন আসামির মৃত্যুদণ্ড এবং দুজনের যাবজ্জীবন দণ্ড বহাল রাখা হয়। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন হান্নান ও বিপুল। আর দেলোয়ারের পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হয়। গত বছরের ৭ ডিসেম্বর আপিল বিভাগ মুফতি হান্নানসহ ওই তিন আসামির মৃত্যুদণ্ড বহাল রাখে। সিলেটের জ্যেষ্ঠ কারা সুপার ছগির মিয়া বলেন, সাত দিন পূর্ণ হওয়ার এক দিন আগে দেলোয়ার আবেদন করলেন। এই আবেদন বিধি অনুযায়ী রাষ্ট্রপতি বরাবর পাঠানো হবে। কারাসূত্র জানায়, প্রাণভিক্ষার আবেদনে দেলোয়ার নিজেকে জঙ্গি বলে অস্বীকার করেছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় বলে দাবি করেন।

সর্বশেষ খবর