মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সিরিজ জয়ে মরিয়া বাংলাদেশ

শ্রীলঙ্কায় দ্বিতীয় ওয়ানডে আজ

মেজবাহ্-উল-হক

বাংলাদেশ দল ঘরের মাঠে যত শক্তিশালীই হোক না কেন বিদেশের মাটিতে এখনো ততটা আধিপত্য বিস্তার করতে পারেনি। সব শেষ ওয়ানডে সিরিজে কিউইদের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। ওয়ানডের ইতিহাসে বিদেশের মাটিতে কেবল দুটি দলের বিরুদ্ধেই সিরিজ জিততে পেরেছে বাংলাদেশ— একটি হচ্ছে ২০০৯ সালের ‘খর্ব শক্তির’ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ও অন্যটি র‌্যাঙ্কিংয়ের তলানিতে থাকা জিম্বাবুয়ের বিরুদ্ধে। তবে আজ ডাম্বুলায় জিতলেই একটা অধরা স্বপ্ন পূরণ হয়ে যাবে বাংলাদেশের— বিদেশের মাটিতে র‌্যাঙ্কিংয়ের ওপরে থাকা শক্তিশালী দলের বিরুদ্ধে প্রথম সিরিজ জয়! সে কারণেই জয়ের জন্য মরিয়া বাংলাদেশ। আগের চেয়ে আরও বেশি ক্ষুধার্ত মাশরাফিরা। তা ছাড়া আজকের ম্যাচে মাঠে নামার আগে মানসিকভাবেও এগিয়ে থাকবেন বাংলাদেশের ক্রিকেটাররা। শেষ টেস্টের পর প্রথম ওয়ানডেতেও শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা দারুণ উজ্জীবিত। তবে সিরিজে ফিরতে মরিয়া লঙ্কানরাও। কৌশল পাল্টে তারা বাংলাদেশকে আটকে দেওয়ার জন্য নিয়েছে ব্যাপক প্রস্তুতি। হয়তো কৌশলের অংশ হিসেবে উইকেটেও আনতে পারে পরিবর্তন। আগের ম্যাচের উইকেটটি ছিল ব্যাটিংবান্ধব, আজকের উইকেট হয়ে যেতে পারে পেস সহায়ক। সে কারণে দলে বাড়তি দুজন পেসারকেও নিয়েছে লঙ্কানরা। তবে স্বাগতিকদের ‘কৌশল’ নিয়ে ভীত নন টাইগার অধিনায়ক মাশরাফি। উইকেট যেমনই হোক লঙ্কানদের চ্যালেঞ্জ জানানোর জন্য তিনি প্রস্তুত। একাদশ সাজাবেন সকালে উইকেটের অবস্থা দেখে। উইকেটে বেশি ঘাস দেখলে দলে পরিবর্তন আনার ব্যাপারেও ইঙ্গিত দিয়েছেন মাশরাফি। সেক্ষেত্রে চতুর্থ পেসার হিসেবে দেখা যেতে পারে রুবেল হোসেনকেও। তবে ডাম্বুলার রেকর্ড এখন লঙ্কানদের বিপক্ষে কথা বলছে! এখানে সব শেষ তিন ম্যাচেই হেরেছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি। আরেকটি তো বাংলাদেশের বিরুদ্ধে। তবে সব মিলে ওয়ানডেতে টানা ষষ্ঠ ম্যাচে হেরেছে লঙ্কানরা। আজকের ম্যাচে হারলে সিরিজে হারার পাশাপাশি র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানটিও তাদের জন্য নড়েবড়ে হয়ে যাবে। তখন শেষ ম্যাচে হারলেই তারা নেমে যাবে সপ্তম স্থানে। লঙ্কানদের টপকে প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে উঠে যাবে বাংলাদেশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর