মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

রাজনীতিবিদদের মাঝে শ্রদ্ধাবোধ নেই

নিজস্ব প্রতিবেদক

রাজনীতিবিদদের মাঝে শ্রদ্ধাবোধ নেই

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে বাঁচার অধিকার নেই। স্বাধীনভাবে চলার অধিকার নেই। বলার বা লেখার অধিকার নেই। বেকারত্ব ও বাকস্বাধীনতার অভাবে সৃষ্টি হচ্ছে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ। তিনি বলেন, দেশে সুস্থ গণতন্ত্র নেই। রাজনীতিবিদদের মাঝে শ্রদ্ধাবোধ নেই। মানুষ এ অবস্থার পরিবর্তন চায়। গতকাল কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় ছাত্রসমাজের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্রসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় প্রতীক ও নিজের ম্যুরাল উন্মোচন করেন সাবেক এই রাষ্ট্রপতি। জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের সৌজন্যে এ ম্যুরাল নির্মাণ করা হয়। ছাত্রসমাজ সভাপতি সৈয়দ ইফতেখার আহসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, এস এম ফয়সল চিশতী, উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক শাহ-ই-আজম, আবদুল হামিদ ভাসানী, ছাত্রবিষয়ক সম্পাদক নোমান মিয়া, ছাত্রসমাজের ঢাকা বিশ্ববিদ্যালয় আহ্বায়ক আবদুর রহমান রোহান প্রমুখ। এরশাদ বলেন, আজকে শিক্ষাঙ্গনে অস্ত্রের ঝনঝনানি। লেখাপড়ার পরিবেশ নেই। তিনি বলেন, ‘আমি ক্ষমতালোভী নই, সেনাপ্রধানই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তখন ক্ষমতা ছেড়ে দিতে চেয়েছিলাম। কোনো দল আমাকে সহযোগিতা করেনি।’

সর্বশেষ খবর