মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

তিন ব্রিজের কাজ তিন মাসে শেষের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তিন ব্রিজের কাজ তিন মাসে শেষের নির্দেশ

সিটি গভর্ন্যান্স প্রকল্পের আওতায় জাইকার অর্থায়নে নগরীর এয়ারপোর্ট রোডে নির্মাণাধীন তিনটি ব্রিজের নির্মাণকাজ আগামী জুনের মধ্যেই কাজের গুণগত মান রক্ষা করে শেষ করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন। গতকাল দুপুরে নির্মাণাধীন ব্রিজগুলো পরিদর্শন শেষে তিনি দায়িত্বশীল প্রকৌশলী ও ঠিকাদারদের এ নির্দেশ দেন। এর আগে ১২ মার্চ        চট্টগ্রামের পতেঙ্গা বোট ক্লাবে ‘শেখ হাসিনা পানি শোধনাগার’ উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে তিনি বিমানবন্দরের ভিআইপি সড়ক ও ওই সড়কের নির্মাণাধীন তিনটি ব্রিজ নির্মাণে বিলম্ব দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। চরম ক্ষোভ প্রকাশ করে ‘কেন রাস্তার এমন অবস্থা হয়েছে এবং কার অবহেলায় হয়েছে’ তার কারণ জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী।

জানা যায়, জাইকার অর্থায়নে ৭ নম্বর জেটি ব্রিজ প্রায় ১ কোটি ৭৫ লাখ, ৯ নম্বর গুপ্তখাল ব্রিজ প্রায় ১ কোটি ৮৫ লাখ এবং ১৫ নম্বর খালটি প্রায় ৫ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। এ তিনটি প্রকল্প বাস্তবায়নে তিনজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলী দায়িত্বে আছেন। ২০১৩-১৪ অর্থবছরে ব্রিজগুলো নির্মাণের কথা থাকলেও নানা জটিলতায় কাজ শেষ হয়নি। তবে চলতি অর্থবছরে কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়।

সর্বশেষ খবর