মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সিইসি সজ্জন ব্যক্তি, বললেন রিজভী

নিজস্ব প্রতিবেদক

সিইসি সজ্জন ব্যক্তি, বললেন রিজভী

এবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে ‘সজ্জন’ ব্যক্তি বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। গতকাল বিকালে নির্বাচন কমিশন কার্যালয়ে সিইসির সঙ্গে সরাসরি কথা বলার পর উপরোক্ত মন্তব্য করেন রিজভী। তার নেতৃত্বে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে প্রায় আধা ঘণ্টা বৈঠক করেন। বৈঠকে তারা  আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও আবুল খায়ের ভূঁইয়া।

বৈঠক শেষে রিজভী আহমেদ সাংবাদিকদের বলেন, ‘সিইসি একজন সজ্জন ব্যক্তি, চাকরি জীবনে সর্বোচ্চ জায়গায় উপনীত হয়েছেন। এ ধরনের একজন মানুষ কখনই অবান্তর কথা বলবেন না বলেই আমরা মনে করি।’ কুমিল্লা সিটি নির্বাচন সুষ্ঠুভাবে করতে সিইসি বিএনপির নানা অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন বলে জানান রিজভী আহমেদ। ৩০ মার্চ কুমিল্লা সিটি নির্বাচন সুষ্ঠুভাবে করতে বৈঠকে তিন দফা দাবি তুলে ধরে বিএনপি প্রতিনিধি দল। এর মধ্যে রয়েছে— বিএনপি নেতা-কর্মীদের হয়রানি বন্ধ, মিছিলে বাধা না দেওয়া, নতুন কোনো মামলায় কাউকে গ্রেফতার না করা।

সর্বশেষ খবর