বুধবার, ২৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

আতিয়া মহলের মালিক কে এই উস্তার আলী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

জঙ্গি আস্তানার কারণে এখন আলোচিত বাড়ি ‘আতিয়া মহল’। সিলেট মহানগরীর দক্ষিণ প্রান্তে শিববাড়ী পাঠানপাড়ায় পাঁচ ও চার তলা দুটি ভবন মিলিয়ে গঠিত এই মহল। সেনা কমান্ডোদের শ্বাসরুদ্ধকর অভিযানে আতিয়া মহলে নিহত হয়েছে তিন পুরুষ জঙ্গি ও এক নারী জঙ্গি। আলোচিত এই আতিয়া মহলের মালিক সাবেক সরকারি কর্মকর্তা উস্তার আলী (৬৫)।

জানা গেছে, সিলেট আমদানি-রপ্তানি অফিসে ক্লার্ক হিসেবে চাকরি জীবন শুরু করেন উস্তার আলী। পরে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণ করেন। সিলেটের গোলাপগঞ্জে বিয়ে করা উস্তারের স্ত্রীর নাম আতিয়া বেগম। আতিয়ার নামেই নামকরণ হয় ‘আতিয়া মহল’। চার-পাঁচ বছর আগে এই মহল নির্মাণ করেন উস্তার আলী। পাঁচ ছেলে ও দুই মেয়ের জনক উস্তার আলী। তার বড় ছেলে ইকবাল আলী পেশায় একজন চিকিৎসক। এক ছেলে কয়লা ব্যবসায়ী, আরেকজন নগরীর পূর্ব জিন্দাবাজারে আতিয়া ট্রাভেলস পরিচালনা করেন, অন্য দুই ছেলে পড়ালেখা করছেন। মেয়ে দুজন বিবাহিতা। বিশাল বিত্ত-বৈভবের অধিকারী উস্তার আলী আতিয়া মহলের পাশেই আরেকটি এক তলা বাড়িতে পরিবারসহ থাকেন। পাশেই তিন তলা আরেকটি ভবন রয়েছে তার। এ ছাড়া সিলেট মহানগরীর উপশহরে তিন তলা একটি ভবন ছাড়াও কয়েকটি দোকান আছে তার মালিকানায়। এসব ছাড়াও বেশ কয়েক কোটি টাকার ভূসম্পত্তি রয়েছে উস্তার আলীর। স্থানীয়দের সঙ্গে আলাপকালে জানা যায়, শিববাড়ী এলাকায় শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত উস্তার আলী। এলাকায় বিচার-শালিসেও নিয়মিত ডাক পড়ে তার। রাজনৈতিকভাবে বিএনপির মতাদর্শে বিশ্বাসী হলেও স্থানীয় আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলের নেতা-কর্মীর সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। সেনা কমান্ডোদের অভিযানে প্রায় বিধ্বস্ত আতিয়া মহল কি পুনর্নির্মাণ করবেন, এমনটা জানতে গতকাল সন্ধ্যায় কয়েকবার উস্তার আলীর ফোনে কল করা হয়। তবে তিনি রিসিভ করেননি।

 

সর্বশেষ খবর