বুধবার, ২৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

কাউন্সিলর প্রার্থীদের মধ্যে গোলাগুলি

নিজস্ব প্রতিবেদক ও কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ২৫ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় এক স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া এক প্রার্থীর বাড়িঘরে হামলা ও এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। কাউন্সিলর প্রার্থী জিল্লুর রহমান জিলানী ২৫ নম্বর ওয়ার্ডে ঘুড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছিলেন। গতকাল দুপুরে তাকে গ্রেফতার করে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ। স্থানীয় সূত্র জানায়, গতকাল ভোরে কুমিল্লা সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের চৌয়ারায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এর আগে সোমবার রাতে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী লাটিম প্রতীকের খলিলুর রহমান মজুমদারের বাড়ি ও গাড়িতে হামলা, ভাঙচুর করেন ঘুড়ি প্রতীক প্রার্থী জিল্লুর রহমান জিলানীর সমর্থকরা। ওই ঘটনাকে কেন্দ্র করে গতকাল খলিলুর রহমান মজুমদারের সমর্থকরা জিল্লুর রহমানের বাড়িতে হামলা চালান। হামলায় অনীক নামে এক যু্বকের পায়ে গুলি লাগে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনীক চৌয়ারা গ্রামের মিঠু চৌধুরীর ছেলে। এ বিষয়ে অনীকের মা সাবিনা আকতার রিটার্নিং অফিসারের কাছে একটি লিখিত অভিযোগও করেছেন। ইসির এই কর্মকর্তা ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন বলেন, লাটিম প্রতীকের প্রার্থীর বাড়ি ও গাড়িতে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় ঘুড়ি প্রতীকের প্রার্থী জিল্লুর রহমান জিলানীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় একটি মামলা করা হয়েছে। এদিকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সোমবার রাতে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের চকবাজারে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যেও সংঘর্ষ হয়েছে। পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, ভোট কেনাবেচার অভিযোগ নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

সর্বশেষ খবর