বুধবার, ২৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা
বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় ওয়ানডে

হ্যাটট্রিক বয় তাসকিন

রাশেদুর রহমান

হ্যাটট্রিক বয় তাসকিন

ক্রিকেট পরাশক্তিদের অহংকার ধুলোয় মিশিয়ে বাংলাদেশের গৌরবগাথা এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন মাশরাফিরা। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা কিংবা ইংল্যান্ডের মতো দলগুলোও এখন টাইগারদের হুঙ্কারে কেঁপে ওঠে। তবে নিন্দুকেরা চুপ নেই এর পরও। তাদের অভিযোগ, বাঘ কেবল নিজেদের ডেরাতেই হুঙ্কার ছাড়তে পারে। ভিন্ন জঙ্গলে তাদের হুঙ্কার শোনা যায় কোথায়! এতদিনকার এই বিশ্বাসে এরই মধ্যে চিড় ধরিয়েছেন মাশরাফি-মুশফিকরা। সিংহের গুহায় বিজয় পতাকা উড়িয়ে চলেছেন। টেস্টের পর ওয়ানডেতেও লঙ্কান অহংকার ধুলোয় মিশিয়েছে মাশরাফি বাহিনী। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি ৯০ রানের বিশাল ব্যবধানে জিতে গতকাল মাঠে নেমেছিল দ্বিতীয় ওয়ানডেতে। লক্ষ্য, এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করা। কিন্তু তা আর হলো কই! বৃষ্টি এসে বাদ সাধল। লঙ্কান ইনিংস শেষ হতেই প্রবল বৃষ্টিতে ভেসে গেল সিরিজের দ্বিতীয় ম্যাচ। কলম্বোয় তৃতীয় ম্যাচেই সিরিজ নির্ধারিত হবে। টস জিতে ব্যাটিং নিল লঙ্কানরা। এ যেন আগের ম্যাচের ভুল শোধরানো। তিন শর ওপরে রান করলেই তো বাজিমাত। এমন ভাবনার কারণও আছে। শ্রীলঙ্কায় কেউ কখনো তিন শ টপকে ম্যাচ জেতেনি। গতকাল রণগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টাইগারদের আগুনে-বোলিংকে উপেক্ষা করে কুশল মেন্ডিস (১০২) আর ২০০তম ওয়ানডে খেলতে নামা অধিনায়ক উপুল থারাঙ্গারা (৬৫) টপকে গেলেন তিন শ (৩১১)। রান অবশ্য আরও বেশি হতে পারত। মাঝেমধ্যে তাসকিন আর মাশরাফিদের বাধা লঙ্কানদের রানের গতি কিছুটা কমিয়ে দেয়। বিশেষ করে শেষ ওভারে তাসকিনের দুর্দান্ত হ্যাটট্রিক আরও একবার লঙ্কানদের অলআউটের লজ্জা উপহার দেয়। সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানরা অলআউট হয়েছিলেন ৪৫.১ ওভারেই (২৩৪)। লঙ্কানরা ম্যাচের শুরুটা করেছিলেন দুরন্ত। মাশরাফির প্রথম ওভারেই ৯ রান। অবশ্য নিজের দ্বিতীয় ওভারেই গুনাথিলাকাকে আউট করে শুভ সূচনা করেছিলেন মাশরাফি। কিন্তু কুশল মেন্ডিস আর থারাঙ্গারা এরপর মাশরাফি-মুস্তাফিজদের সুযোগ দিয়েছেন কমই। সুযোগ একটা শেষ পর্যন্ত পান তাসকিন আহমেদ। লঙ্কান ইনিংসের ৩৮তম ওভার। চতুর্থ বলে কুশল মেন্ডিসের জোরাল শট ছুটল বোলার তাসকিনের দিকে। প্রথমে দুই হাতে মুখ বাঁচালেন তিনি। এরপর পেছন ফিরেই দেখলেন বাতাসে ভেসে বেড়াচ্ছে বল। বেশ খানিকটা দৌড়ে গিয়ে দুর্দান্ত এক ক্যাচে কুশল মেন্ডিসের সুদীর্ঘ ইনিংসের সমাপ্তি টানেন তাসকিন। ততক্ষণে লঙ্কান ইনিংস গড়িয়েছে ২১৬ পর্যন্ত। পরের ১২ ওভারে ইনিংসটা তিন শর নিচে রাখার চেষ্টা করেছেন মাশরাফিরা। তবে গুণারত্নে (৩৯) আর সিরিবর্ধনের (৩০) ছোটখাটো দুটি ঝড় লঙ্কান ইনিংসটা বেশ লম্বাই করে তোলে। অবশ্য একেবারে শেষ প্রান্তে এসে বোলিংয়ে ঝড় তোলেন তাসকিন আহমেদ। লঙ্কান ইনিংসের ৫০ নম্বর ওভার। দুই বল হতেই কোথা থেকে এক কুকুর প্রবেশ করল ডাম্বুলার সবুজ চত্বরে। মেহেদী হাসান মিরাজের তাড়া খেয়ে কুকুরটা বেরও হয়ে গেল। কী কাকতালীয় ঘটনা! ঠিক পরের তিনটি বলেই গুণারত্নে, লাকমল আর প্রদীপের উইকেট শিকার করে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে ওয়ানডে হ্যাটট্রিক করলেন তাসকিন আহমেদ। এর আগে শাহাদাৎ হোসেন (প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ২০০৬), আবদুর রাজ্জাক (প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ২০১০), রুবেল হোসেন (প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ২০১৩) ও তাইজুল ইসলাম (প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ২০১৪) বাংলাদেশের জার্সিতে ওয়ানডে হ্যাটট্রিক করেছেন। ওয়ানডে ইতিহাসে তাসকিনের হ্যাটট্রিকটা ৪১ নম্বর। কী কাকতালীয় ঘটনা! চার বছর আগের ২৮ মার্চ পাল্লেকেলেতে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেবার ৩০২ রানের টার্গেট ছুড়ে দিয়েছিলেন সাঙ্গাকারারা। দিলশান করেছিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি (১২৫)। সেই ম্যাচেও ছিল বৃষ্টির বাধা। বাংলাদেশ ডি/এল মেথডে ২৭ ওভারে ১৮৩ রানের লক্ষ্য তাড়া করে ১ ওভার হাতে রেখেই ম্যাচ জিতেছিল ৩ উইকেটে। তিন ম্যাচের সেই সিরিজটা ড্র হয়েছিল (১-১)। এবারও কি তা হতে যাচ্ছে! টাইগারদের ইচ্ছা ছিল ডাম্বুলাতেই সিরিজটা নিশ্চিত করা। কলম্বোয় যেন চাপমুক্ত থেকে ক্রিকেট উপভোগ করা যায়। সিরিজটা নিশ্চিত হলে তো অনেক কিছুই হয়ে যেত। মাশরাফি ছাড়িয়ে যেতেন পূর্বসূরি হাবিবুল বাশার সুমনকে। তার নেতৃত্বে বাংলাদেশের সপ্তম সিরিজ জেতা হতো। বাশারের নেতৃত্বে বাংলাদেশ ছয়টি সিরিজ জিতেছে। মাশরাফিকে এবার কলম্বো পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। সিরিজ জয়ের আনন্দ উৎসবের জন্য অপেক্ষা করতে হচ্ছে ভক্তদেরও!

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর