বুধবার, ২৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বিচারকদের চাকরি বিধি রাষ্ট্রপতির কাছে

নিজস্ব প্রতিবেদক


বিচারকদের চাকরি বিধি রাষ্ট্রপতির কাছে

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালা রাষ্ট্রপতির দেখা শেষ হলেই তা গেজেট আকারে প্রকাশ করা হবে। তিনি বলেন, রাষ্ট্রপতির কাছে সেটা রয়েছে। তিনি সেটা দেখতে চেয়েছেন। তিনি যে মুহূর্তে দেখা শেষ করে আমাদের কাছে পাঠাবেন, সেই মুহূর্তেই আমরা তা কার্যকরে ব্যবস্থা নেব।

সুপ্রিম কোর্ট থেকে গেজেট প্রকাশে     এক সপ্তাহ সময় পাওয়ার পর গতকাল রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অধস্তন আদালতের ৫৪০ জন বিচারককে প্রশিক্ষণ প্রদানে সরকারের আইন ও বিচার বিভাগের সঙ্গে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারের পক্ষে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক ও বিশ্ববিদ্যালয়ের পক্ষে এর উপাচার্য অধ্যাপক বার্নি গ্লোবার নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম ও বাংলাদেশে অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার সেলি আনে ভিনসেন্ট। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন, আমার মনে হয় না বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের কোনো দ্বন্দ্ব্ব তৈরি হয়েছে। অন্য প্রশ্নের জবাবে তিনি বলেন, মুফতি হান্নানসহ তিনজনের ফাঁসির দণ্ড মওকুফের আবেদন আইন মন্ত্রণালয়ে এসেছে। রায়ের কপি রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি তার যে কাজ সেটা তিনি করবেন। তিনি সেটা শেষ করলে তারপর জেলকোড অনুসারে রায় যেভাবে কার্যকর করার সেভাবে করা হবে।

 

সর্বশেষ খবর