বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

নিরাপত্তার চাদরে কুমিল্লা

নিজস্ব প্রতিবেদক ও কুমিল্লা প্রতিনিধি

নির্বাচন নির্বিঘ্ন করতে কুমিল্লায় চার স্তরের নিরাপত্তাবলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরীর প্রবেশপথে বসানো হয়েছে নিরাপত্তা-চৌকি। আইনশৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহলে রয়েছেন বিজিবি-র‌্যাব-পুলিশের সদস্যরা। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মোট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে ৪ হাজার ৩৩৭ জন। এর মধ্যে পুলিশ ২ হাজার ৪৫৬ জন, বিজিবি ২৬ প্লাটুন, আনসার ১ হাজার ৫০০ জন, প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা ১ হাজার ৯৮৭ জন, মোবাইল টিম ২৭টি প্রতিটি টিমে আটজন করে দায়িত্ব পালন করবেন। এ নির্বাচনে সাধারণ কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২২ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২৪ জন সদস্য মোতায়েন করা হবে। এ ছাড়া থাকছেন ৩৬ জন নির্বাহী ও ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

সর্বশেষ খবর