বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

মৌলভীবাজারে প্রয়োজনে সেনা অভিযান

-------------স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজারে প্রয়োজনে সেনা অভিযান

মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চলা দুটি বাড়িতে প্রয়োজনে সেনাবাহিনী পাঠানো হবে। ইতিমধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষায়িত ইউনিট সোয়াত সেখানে গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে মৌলভীবাজার শহরের আস্তানাটিতে তিন-চার জন এবং নাসিরপুরের আস্তানায় দু-চার জনের বেশি জঙ্গি থাকতে পারে। এর মধ্যে দু-এক জন নারীও থাকতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। ১৬ কোটি মানুষের দেশে ৫০ জন জঙ্গি থাকতে পারে। পুরো বিশ্বেই এখন জঙ্গিবাদ মাথাচাড়া দিচ্ছে। তবে এদের দমন করার ক্ষমতা সরকারের আছে। যে কোনো মূল্যে জঙ্গিদের দমন করতে সরকার বদ্ধপরিকর। গতকাল ভোর থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নে সরকার বাজারের কাছে ফতেপুর গ্রামের দুটি বাড়িতে অভিযান শুরু করে পুলিশ-র‌্যাব। দুটি বাড়ির মধ্যে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। ফতেপুর গ্রামের বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। পুলিশও জঙ্গিদের দিকে গুলি ছুড়েছে। সিলেটের দক্ষিণ সুরমার জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযান সমাপ্ত ঘোষণার পরপরই মৌলভীবাজারে অভিযান শুরু হয়েছে। সিলেটের ঘটনায় চার জঙ্গি নিহত হয়। তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন। স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হয়েছেন র‌্যাব গোয়েন্দা শাখার প্রধানসহ দুই কর্মকর্তা।

সর্বশেষ খবর