বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী : এরশাদ

নিজস্ব প্রতিবেদক , চট্টগ্রাম

আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী : এরশাদ

আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবেন জানিয়ে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি বাংলার বঞ্চিত মানুষের কল্যাণে রাজনীতি করে। আমাদের ৯ বছরের শাসনামল দেশের কল্যাণ ও সমৃদ্ধিতে ভরপুর। আমার সময়ে দেশে দখল-দারিত্ব, সন্ত্রাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গুম, জঙ্গিবাদ ছিল না। মানুষ শান্তিতে ছিল। এরশাদ চট্টগ্রামে সফরকালে গতকাল চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা জাতীয় পার্টির এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  জাপা চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টির ওপর বিএনপি নেত্রী খালেদা জিয়া অনেক নির্যাতন করেছেন। তবুও আমরা বাংলার রাজনীতিতে টিকে আছি জনতার ভালোবাসা নিয়ে। আর তারা (বিএনপি) আজ ছন্নছাড়া আদালতের বারান্দায় অসহায়ের মতো ঘুরছে। সাবেক এমপি সেকান্দর হোসেন মিয়ার বাসভবনে নগর জাতীয় পার্টির সভাপতি মাহজাবীন মোরশেদ এমপির সভাপতিত্বে ও উত্তর জেলা সাধারণ সম্পাদক সফিক উল আলম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, জাপা চেয়ারম্যানের বিশেষ সহকারী জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা সাবেক এমপি আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম, ভাইস চেয়ারম্যান সাবেক এমপি নজরুল ইসলাম, দক্ষিণ জেলা জাপা সভাপতি সামসুল আলম মাস্টার, নগর জাপা সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক আলহাজ এয়াকুব হোসেন, সহ-সভাপতি আনিসুল ইসলাম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ। চট্টগ্রামের ১৬টি আসনে যোগ্য প্রার্থী দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, আগামীতে জাতীয় পার্টির নেতৃত্বাধীন জোট ক্ষমতায় যাবে। আমরা আর কারও ক্ষমতায় যাওয়া ও থাকার সিঁড়ি হব না। তবে এখনই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। ক্ষমতায় থাকাকালে বারো আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রামের উন্নয়নে দৃশ্যমান যেসব উন্নয়ন হয়েছে তা পরবর্তী সরকারগুলো করতে পারেনি। আমার সময়ে চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন, নতুন রেল স্টেশন তৈরি, বাংলাদেশ ব্যাংকের নতুন ভবন স্থাপন, রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্র, ইউরিয়া সার কারখানা, কর্ণফুলী দ্বিতীয় সেতু তৈরি, চট্টগ্রাম সিটি করপোরেশন প্রতিষ্ঠা, চট্টগ্রামে চা-বোর্ড, শিপিং করপোরেশনের সদর দফতর প্রতিষ্ঠা করেছি।

সর্বশেষ খবর