বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ডিসিরা ক্ষমতাসীন নেতাদের খেদমতে ব্যস্ত

নিজস্ব প্রতিবেদক

ডিসিরা ক্ষমতাসীন নেতাদের খেদমতে ব্যস্ত

কলাম লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, ‘আমাদের জেলা প্রশাসকরা তো সাধারণের জন্য কাজ করার কোনো সময় পান না। তারা সার্বক্ষণিক ক্ষমতাসীন দলের এবং ছাত্রলীগ নেতাদের খেদমতে ব্যস্ত থাকেন। সব ব্যস্ততার মধ্যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিয়ে তাদের একটা সেল গঠন করতে হবে, যেখান থেকে সংখ্যালঘু ও আদিবাসীদের সমস্যাগুলো পর্যবেক্ষণ করা হবে এবং তা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।’ গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে ‘বরগুনা-পটুয়াখালী রাখাইন জনপদ সরেজমিন পরিদর্শনোত্তর’ সংবাদ সম্মেলনে সমাপনী বক্তব্যে এসব বলেন তিনি। সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘রাখাইনরা প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠী। তাদের সম্পর্কে আমাদের দেশের কম লোকই জানেন। তারা বৌদ্ধ সভ্যতার একটি অংশ। আর এই সংখ্যালঘু জাতিসত্তার ওপর নির্যাতন-আক্রমণের ধরন বদলে গেছে। এটি একটি ভিন্ন সমস্যা। অন্য সমস্যার সঙ্গে তা মেলানো যাবে না। রাখাইনদের ওপর হামলা এবং তাদের ভূমিদখল চলছে।’ একই অনুষ্ঠানে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, অনেকটা বিলুপ্তির পথে একটি জাতিগোষ্ঠী। পটুয়াখালী-বরগুনার প্রত্যন্ত অঞ্চলের বন-জঙ্গল সরিয়ে রাখাইনরা একটি বাসযোগ্য স্থানে পরিণত করেছিলেন। তাদের নিজস্ব ধর্মীয়, সাংস্কৃতিক আচার-আচরণ গড়ে উঠেছিল। সেই মানুষগুলোকে ধ্বংস করার জন্য তাদের সংস্কৃতি ধ্বংস করে দেওয়া হচ্ছে। সেখানে নতুন পশুরূপী বাঙালি তাদের ওপর হামলা করছে। সমতলের এই ‘আদিবাসীদের’ জন্য বিশেষ কমিশন গঠন করা প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আইইডির নির্বাহী পরিচালক নুমান আহম্মদ খান।

সর্বশেষ খবর