বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের সাহসী নারী সম্মাননায় বাংলাদেশি

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাহসী নারী সম্মাননায় বাংলাদেশি

মায়ের বিরুদ্ধে মামলা করে নিজের বাল্যবিয়ে ঠেকিয়ে প্রশংসিত ঝালকাঠির শারমিন আক্তার এ বছর ‘ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড’ পাচ্ছেন। যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প ও রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যানন তাকেসহ ১৩ নারীর হাতে এ পুরস্কার তুলে দেবেন।  শারমিনের সঙ্গে আরও যে ১২ নারীকে সাহসিকতার স্বীকৃতির পুরস্কার দেওয়া হচ্ছে  তারা হলেন বতসোয়ানার মালেবোগো মালেফে, কলম্বিয়ার নাতালিয়া পনসে দো লিয়ো, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রেবেকা কাবুঘো, ইরাকের জান্নাত আল গাজি, নাইজারের আইশাতু ইসাকা উসমানে, পাপুয়া নিউগিনির ভেরোনিকা সিমোগুন, পেরুর সিন্ডি আর্লেট কন্ট্রেরাস বৌতিস্তা, শ্রীলঙ্কার সন্ধ্যা একনেলিগোডা, সিরিয়ার ক্যারোলিন তাহান ফাচাখ, তুরস্কের সাদেত অজকান, ভিয়েতনামের নগুয়েন গক নু কুইন এবং ইয়েমেনের ফাদিয়া নাজিব থাবেত। মাত্র ১৫ বছর বয়সে জোরপূর্বক বিয়ে ঠেকিয়ে দক্ষিণ এশিয়ার কিশোরীদের জন্য দৃষ্টান্ত সৃষ্টি করায় এই বছর শারমিন আক্তারকে ‘সাহসী নারী’ পুরস্কার দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। প্রসঙ্গত, গত বছর বাংলাদেশের আইনজীবী সারা হোসেন এই ‘ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড’ সম্মাননা পেয়েছিলেন। আগের বছর পেয়েছিলেন সাংবাদিক নাদিয়া শারমীন। ২০১৩ সালে ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মৌলবাদী দলটির কর্মীদের হামলায় আহত হন নাদিয়া। সে সময় একুশে টেলিভিশনের প্রতিবেদক ছিলেন তিনি।

সর্বশেষ খবর