শিরোনাম
বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

পাকিস্তানি সেই ১৯৫ যুদ্ধাপরাধীকে ফেরত চাওয়া হবে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধে গণহত্যার অভিযোগে পাকিস্তান সামরিক বাহিনীর ১৯৫ জন যুদ্ধাপরাধীর মধ্যে জীবিতদের বিচারের জন্য ফেরত চাইবে বাংলাদেশ। পাকিস্তানি সেনাবাহিনীর জীবিত এই সাবেক সেনা কর্মকর্তা ও সৈনিকদের ফেরত চেয়ে পাকিস্তানকে চিঠি লেখা হবে। গতকাল বিস মিলনায়তনে গণহত্যা দিবসের সেমিনারের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। গণহত্যা দিবস (২৫ মার্চ) স্মরণে বিআইআইএসএস এ সেমিনারের আয়োজন করে। সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। এতে অন্যদের মধ্যে যোগ দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আবদুর রহমান, সাংবাদিক-গবেষক শাহরিয়ার কবির ও প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন। আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ৯ মাসে যারা গণহত্যা ও চরম নির্যাতনের শিকার হয়েছেন বিলম্ব হলেও ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করে অবশেষে আমরা তাদের স্বীকৃতি দিতে সক্ষম হয়েছি বলে আমি স্বস্তিবোধ করছি।

হেগে পার্লামেন্ট কোর্ট অব আরবিট্রেশনের সদস্য প্রফেসর পায়াম আখভান সমাপনী অধিবেশনে স্কাইপির মাধ্যমে বক্তৃতা করেন। আনিসুল হক বলেন, এই নজিরবিহীন অপরাধের প্রধান প্রধান দোসররা বর্তমান সময়ের আগে কয়েক দশক ছিল দায়মুক্ত ও জবাবদিহিতার ঊর্ধ্বে। আর এই সময় গণহত্যার শিকার পরিবারগুলো কখনো ন্যায্য বিচার পায়নি।

সর্বশেষ খবর