বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

রিজার্ভ চোরদের বিচারের মুখোমুখি করা হবে : এফবিআই

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশ ব্যাংকে সাইবার হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক থেকে রিজার্ভ চুরিতে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন এফবিআইয়ের কর্মকর্তা ল্যামন্ট সিলার। তিনি দাবি করেন, ‘রাষ্ট্রীয় মদদে’ এ ঘটনা ঘটানো হয়েছিল। সূত্র : রয়টার্স।

চুরি হওয়া রিজার্ভের অর্থ যে দেশে হাতবদল হয়েছিল, সেই ফিলিপিনসে যুক্তরাষ্ট্রের দূতাবাসে লিগ্যাল অ্যাটাশে এফবিআই কর্মকর্তা ল্যামন্ট সিলার গতকাল ম্যানিলায় এ কথা বলেছেন। অবশ্য এ সাইবার হামলায় কোন দেশ জড়িত তা তিনি উল্লেখ করেননি। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ওই ঘটনার জন্য কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়ার দিকে ইঙ্গিত করেছিলেন।

সর্বশেষ খবর