বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

এমপি লিটন হত্যায় স্বীকারোক্তি প্রত্যাহারে আবেদন কাদেরের

গাইবান্ধা প্রতিনিধি

এমপি লিটন হত্যায় স্বীকারোক্তি প্রত্যাহারে আবেদন কাদেরের

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে জেলহাজতে থাকা সাবেক এমপি (অব.) কর্নেল ডা. আবদুল কাদের খান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন। গতকাল গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মইনুল হাসান ইউসুব আবেদনটি নথিভুক্ত করার আদেশ দিয়েছেন। এর আগে কাদের খানের আইনজীবী মো. মোস্তাফিজুর রহমান জবানবন্দি প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেন।  তিনি জানান, এমপি লিটন হত্যা মামলায় কাদের খানকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর পুলিশ তাকে নির্যাতন করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করে। ফলে কাদের খান আদালতে লিটন হত্যার দায় স্বীকার করে জবাবনবন্দি দেন। তিনি আরও জানান, কাদের খান স্বেচ্ছায় আদালতে জবানবন্দি দেননি। পুলিশ কর্তৃক দেওয়া বক্তব্যই কাদের খান আদালতে জবানবন্দি হিসেবে দিয়েছেন। যেহেতু স্বেচ্ছায় তিনি আদালতে জবানবন্দি দেননি- এ কারণে তা প্রত্যাহারের জন্য আবেদন করা হয়। বিচারক শুনানি শেষে আবেদন নথিভুক্ত করেছেন।

সর্বশেষ খবর