শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সীমার পিএ আটক ধানের শীষে সিল দেখালেন সাক্কু

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা থেকে

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের দুজন সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বাবুকে আটক করেছে পুলিশ। গতকাল বিকাল ৩টার দিকে কুমিল্লা মডার্ন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এদিকে দলীয় প্রতীক ধানের শীষে সিল মেরে তা সাংবাদিকদের দেখিয়েছেন বিএনপি মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। সূত্র জানায়, মডার্ন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দ্বিতীয় তলার একটি মহিলা বুথে জালভোট দিচ্ছিলেন এক নারী ভোটার। বিষয়টি একটি বেসরকারি টেলিভিশন ধারণ করতে গেলে রিপোর্টার ও ক্যামেরাপারসনকে লাঞ্ছিত করা হয়। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান বাবু। একপর্যায়ে বাবু তাদের লাঞ্ছিত করেন। এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সীমার ব্যক্তিগত সহকারী বাবুকে আটকের নির্দেশ দেন। অভিযোগ রয়েছে, বাবু আরও কয়েকজন ভোটারকে জালভোট দিতে সহায়তা করছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বাবু নামের একজনকে আটক করা হয়েছে। তাকে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা হবে। এদিকে কুমিলা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে দলীয় প্রতীক ধানের শীষে সিল মেরে তা সাংবাদিকদের দেখিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। গতকাল সকাল ৯টা ২০ মিনিটে হোচ্ছা মিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে আসেন সাক্কু। এরপর কেন্দ্রের ৫ নম্বর বুথে গিয়ে ব্যালটে সিল মারার পর তা সাংবাদিকদের দিকে উঁচু করে দেখান। আর সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ভোট কেন্দ্রের বাইরে এসে ‘নৌকায় ভোট’ দিয়েছি বলে সাংবাদিকদের সামনে ঘোষণা দেন। আইনজ্ঞ ও নির্বাচন বিশ্লেষকরা বলছেন, প্রকাশ্যে ভোট দেওয়া, কিংবা ব্যালট পেপার অন্যদের দেখানো নির্বাচনী আইন ও বিধির সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, নির্বাচনী আইন ও বিধি অনুযায়ী ভোটারদের গোপন বুথে ঢুকে ব্যালট পেপারে পছন্দের প্রতীকে সিল মেরে তা ভাঁজ করে বাক্সে ভরে দিতে হবে। ভোটারদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এই বিধান করা হয়েছে।

সর্বশেষ খবর