শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

শতভাগ সফল, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়নি : সিইসি

নিজস্ব প্রতিবেদক

শতভাগ সফল, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়নি : সিইসি

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন শেষ হওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, ‘এই নির্বাচনের মাধ্যমে জন আস্থা অর্জনে শতভাগ সফল হয়েছি।’ গতকাল বিকাল সোয়া ৫টায়  আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সুনামগঞ্জ-২ সংসদীয় আসনের উপনির্বাচন ও কুমিল্লা সিটি করপোরেশনের ভোটপর্ব শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি আরও বলেন, ‘সুষ্ঠু ভোটের মাধ্যমে সবার আস্থা অর্জনে শতভাগ সফল হয়েছি। দাবি করি, এ নির্বাচনে আমরা সফল ও সার্থক হয়েছি। বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া সফলভাবে, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’ বর্তমান কমিশনের অধীন আওয়ামী লীগ ও বিএনপির অংশগ্রহণে এটাই প্রথম নির্বাচন। ভোট শেষে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন চৌধুরী ও ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহকে সঙ্গে নিয়ে ব্রিফিংয়ে আসেন সিইসি। তিনি বলেন, ‘ব্যাপক উৎসাহ ও আনন্দমুখর পরিবেশে এ দুটি নির্বাচন হয়েছে। তবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ায় কুমিল্লার ভোটে ছিল সবার নজর। আমরাও শান্তিপূর্ণ, সবার কাছে গ্রহণযোগ্য করতে পদক্ষেপ নিয়েছি এবং সফলভাবে এ ভোট করতে পেরেছি।’ সিইসি জানান, সুনামগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। তবে কুমিল্লায় দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এজন্য দুটি কেন্দ্র (সরকারি সিটি কলেজ ও চৌয়ারা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা) বন্ধ করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আর পরীক্ষা দিতে চাই না। ছোটবেলা থেকে অনেক পরীক্ষা দিয়েছি, এখন পরীক্ষার বিষয় নয়, কাজ করার সময়। নিষ্ঠা, সততার সঙ্গে কাজ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’ বিএনপির পক্ষ থেকে যেসব অভিযোগ করা হয়েছিল তা মাঠ পর্যায়ে তদন্ত করে দেখা হয়েছে বলে জানান সিইসি। তিনি বলেন, ‘ভোটে কারা প্রভাব খাটিয়েছে তার সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। তবে যে দুটি কেন্দ্রে অনিয়মের অপচেষ্টা চলেছে তা বন্ধ করে দিয়েছি। এ ছাড়া যেসব জায়গায় গোলযোগের চেষ্টা হয়েছে তা কয়েক মিনিটের মোকাবিলায় ব্যর্থ করে দিয়েছি।’ সিইসি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটারদের অসহযোগিতা করেছেন, ভোটদানে ক্ষমতাসীনদের সহযোগিতা করেছেন— এমন অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া যায়নি।

সর্বশেষ খবর