শিরোনাম
শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

আরেকটি মহাজোট ইসলামী মূল্যবোধে

------ এরশাদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির নেতৃত্বে ‘ইসলামী মহাজোট’ ঘোষণা করলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে এ জোটের আত্মপ্রকাশ  হয়। উল্লেখ্য, জাতীয় পার্টির নেতৃত্বে আগামী মাসে জাতীয় ঐক্যজোটের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এ জোটের শরিক সংগঠন হিসেবে থাকছে ইসলামী মহাজোট।

এইচ এম এরশাদ বলেন, ‘আমরা কী চাই? স্বাধীনতার চেতনা, ইসলামী মূল্যবোধ এবং বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী সবাইকে নিয়ে একটি জোট করতে। তার নেতৃত্ব যদি আমার হাতে দেন, তাহলে আমি খুশি হব। আশা করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের আশা পূর্ণ হবে। আমরা আরেকটি মহাজোট করব।’ ইসলামী দলগুলোর নেতাদের উদ্দেশে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ‘যদি ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য থাকত, তাহলে আপনারা আজ ক্ষমতায় থাকতেন। সব ইসলামী দল এক হয়ে প্রমাণ করুন, আমরা সন্ত্রাস-বোমাবাজিতে বিশ্বাস করি না।’ এইচ এম এরশাদ বলেন, জঙ্গিবাদের বিস্তৃতির কারণ খুঁজে বের করতে হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের ইসলামী দলগুলোকে এক হতে হবে। তিনি বলেন, ‘ইসলাম সন্ত্রাসবাদ সমর্থন করে না। ইসলাম শান্তির ধর্ম। ইসলামে জিহাদের কথা বলা হয়েছে। কিন্তু এই জিহাদ হলো অবিচারের বিরুদ্ধে সংগ্রাম, মানুষ হত্যা নয়। জিহাদ ও সন্ত্রাস এক নয়। কী কারণে দেশে সন্ত্রাস হচ্ছে, কেন আমরা অন্যায় করছি, কেন আমাদের সন্ত্রাসী বলা হচ্ছে—এসব চিন্তা করার সময় এসেছে।’ সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইসলামী জনকল্যাণ পার্টি, বাংলাদেশ ইউনাইটেড ইসলামী লীগ, গণ ইসলামিক জোট, বাংলাদেশ ইসলামিক লিবারেল পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, মুসলিম জনতা পার্টি, বাংলাদেশ ইসলামী পার্টি, খেলাফত আন্দোলন বাংলাদেশ, জমিয়তুল ওলামা পার্টি, জাতীয় ইসলামিক মুভমেন্টসহ জাতীয় ইসলামী মহাজোটভুক্ত ৩৪টি দলের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় ইসলামী মহাজোটের আহ্বায়ক আবু নাছের ওয়াহেদ ফারুক। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নেতাদের মধ্যে ছিলেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভ রায়, ভাইস চেয়ারম্যান আলমগীর সিকদার লোটন, যুগ্ম-মহাসচিব জহিরুল আলম রুবেল, সাংগঠনিক সম্পাদক ফকরুল আহসান শাহাজাদা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জাহিদ হোসেন বিপ্লব।

জাপার যৌথসভা : এদিকে গতকাল বিকালে জাতীয় পার্টির মাতুয়াইল সাংগঠনিক কার্যালয়ে যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী থানা জাপার অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা নেতা মামুন মোল্লা, তকদির হোসেন সেন্টু, শামসুল আলম খোকন, রবির ফারুক, সালাম, মাহবুব মিয়া, আজাদ মোল্লা, সুজন, লিটন, মীর সাগর, মীর মাহফুজ প্রমুখ।

সর্বশেষ খবর