শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

আইএসআই বাংলাদেশে বাতাস দেয়

নালিতাবাড়ী প্রতিনিধি

আইএসআই বাংলাদেশে বাতাস দেয়

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘একদল মানুষ উঠেপড়ে লেগেছে “বাংলাদেশে আইএস আছে” প্রতিষ্ঠা করার জন্য। আমি তাদের অনুরোধ করব এর সঙ্গে “আই” লাগিয়ে দেওয়ার জন্য। তাহলে হবে “আইএসআই”। কারণ পাকিস্তানের আইএসআই-ই এখানে জঙ্গিদের উৎসাহ দেয়, বাতাস দেয়, মানুষকে অতিষ্ঠ করে।’ তিনি গতকাল সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গেরাপচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণের সময় এ কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, নরহত্যা মহাপাপ হলেও জঙ্গিরা মানুষ মারে, তারা নারী ও শিশুদের পণবন্দী করে। তিনি উল্লেখ করেন, জঙ্গিদের পথ অন্যায়ের, মহা অপরাধের। পদ্মা সেতু সম্পর্কে মন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক বলেছিল পদ্মা সেতুতে দুর্নীতি হচ্ছে। আমি বলব, যেসব কর্মকর্তা এই মিথ্যা মামলা সাজিয়েছিলেন তাদের শাস্তি দিতে হবে।’ মন্ত্রী উপজেলার গেরাপচা ও বনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা পরিষদ চত্বরে ২১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ফুটবল, ক্রিকেট সেট, ভলিবল ও নেট, দাবা সেট, ব্যাডমিন্টন সেট বিতরণ করেন।

সর্বশেষ খবর