শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

কুমিল্লায় মিলল বোমা গ্রেনেড ভেস্ট

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

কুমিল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে তিন দিন ধরে ঘিরে রাখা বাড়িতে জঙ্গি নয়, মিলেছে গ্রেনেড, বোমা ও সুইসাইডাল ভেস্ট। নগরীর কোটবাড়ী সংলগ্ন দক্ষিণ বাগমারা এলাকার একটি তিনতলা বাড়ির নিচতলার একটি কক্ষে মিলেছে এসব বিস্ফোরক সরঞ্জাম।

গতকাল বিকাল পৌনে ৬টার দিকে কুমিল্লা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম। তবে ওই কক্ষে প্রচুর গ্যাস থাকায় অভিযান স্থগিত রাখা হয়েছে। আজ ফের অভিযান চালানো হবে। প্রেস বিফ্রিংয়ে ডিআইজি জানান, তথ্য ছিল ওই কক্ষে নোয়াখালীর আনিস কিংবা আনাস (১৯) এবং রাজশাহীর অথবা চাঁপাইনবাবগঞ্জের রনি (২২) অবস্থান করছে। কিন্তু গত বুধবার দুপুরে র‌্যাব-পুলিশ ওই ভবন ঘিরে ফেলার আগেই জঙ্গিরা কৌশলে পালিয়ে যায়। তাই তাদের আটক করা সম্ভব হয়নি। ওই কক্ষে ৪টি গ্রেনেড, ৫ কেজি ওজনের ২টি বোমা এবং ২টি সুইসাইডাল ভেস্ট পাওয়া গেছে। কক্ষে প্রচুর গ্যাস থাকায় এগুলো উদ্ধার কিংবা নিষ্ক্রিয় করা যায়নি। শনিবার সকালে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসব বোমা ও গ্রেনেড নিষ্ক্রিয় করবেন। এর আগে গতকাল সকাল থেকে সোয়াত, র‌্যাব, ক্রাইম সিন ইউনিট, বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্য, পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সেখানে পৌঁছে জঙ্গিদের অচেতন করতে পাইপের মাধ্যমে কক্ষে গ্যাস প্রবেশ করানো এবং কয়েক রাউন্ড টিয়ার শেল ও প্রায় ১০০ রাউন্ড ফাঁকা গুলি করা হয়। গ্যাসের প্রভাব কমতে তাদের দুই ঘণ্টা অপেক্ষা করতে হয়। ফায়ার সার্ভিসের সাহায্যে তিনতলার ছাদে উঠে অভিযান চালিয়ে নিচতলায় আসা হয়। ডিআইজি আরও জানান, বাড়ির মালিক দেলোয়ার হোসেন তাদের জানিয়েছেন, আনিস ও রনি গেঞ্জি ব্যবসায়ী পরিচয়ে এ বাড়িতে উঠেছিলেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে একজন বেরিয়ে যান, আরেকজন ঘুমিয়ে ছিলেন। সম্ভবত আগে বেরিয়ে যাওয়া ব্যক্তির তথ্যমতে ভিতরে যে ছিল তিনিও সরে পড়েন। বাড়িটি বুধবার বিকালে শনাক্ত করে পুলিশ। চট্টগ্রামের মিরসরাইয়ে জঙ্গি আস্তানা থেকে আটকদের কাছ থেকে এই দুজনের বিষয়ে তথ্য পাওয়া গিয়েছিল।

সর্বশেষ খবর