শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

আরেক ইতিহাস গড়ার অপেক্ষায় টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

ডাম্বুলায় সিরিজ নিশ্চিত করতে চেয়েছিল টাইগাররা। বৃষ্টি এসে বাদ সাধায় তা আর হলো না। তবে কলম্বোতে জয় দিয়েই সিরিজ নিশ্চিত করতে বদ্ধপরিকর মাশরাফিবাহিনী। আজ সকালে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টি খেলতে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে সিরিজ নিশ্চিত করার জন্য আজ জিততে হবে বাংলাদেশকে। প্রথম ওয়ানডে জিতে এরই মধ্যে অনেকটা এগিয়ে আছে মাশরাফিরা। আজ ইতিহাস গড়বেন মাশরাফিরা। কলম্বোতে বাংলাদেশের বেশ কয়েকটা সুখস্মৃতি আছে। এর মধ্যে মোহাম্মদ আশরাফুলের রেকর্ডটা অন্যতম। ২০০১ সালে এই মাঠেই মাত্র ১৭ বছর বয়সে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন আশরাফুল। তাছাড়া এই মাঠেই বাশারের নেতৃত্বে বাংলাদেশ হারিয়েছিল হংকংকে। তবে সেসব অতীত। বর্তমান দিয়েই বিচার করতে হবে সবকিছু। শ্রীলঙ্কা সকল সীমাবদ্ধতা নিয়েও ক্রিকেটে কঠিন এক প্রতিপক্ষ। বিশেষ করে নিজেদের মাটিতে। সেই প্রতিপক্ষকে টেস্ট ও ওয়ানডেতে হারিয়েছে টাইগাররা। পরাজয়ের এই ক্ষত খুব সহজেই শুকাবে না লঙ্কানদের। কলম্বোতে কঠিন লড়াই করতে হবে মাশরাফি বাহিনীকে। লড়াইটা যে কঠিন হবে তা টাইগার অধিনায়ক মাশরাফিও জানেন। তিনি বলেন, ‘দেশের বাইরের উইকেট সম্পর্কে ধারণা পাওয়া খুব কঠিন।’ তার মতে, দেশের বাইরে ধারাবাহিক জয়ই বাংলাদেশকে সেরা দল হিসেবে গড়ে তুলবে। আজ কলম্বোতে জিতলে দারুণ একটা রেকর্ড হবে অধিনায়ক মাশরাফিরও। তিনি সিরিজ জয়ী অধিনায়ক হিসেবে ছাড়িয়ে যাবেন হাবিবুল বাশার সুমনকে। মাশরাফি ও বাশার দুজনেই ৬টি করে সিরিজ জিতে সমান্তরালে অবস্থান করছেন। তা ছাড়া ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের পর টেস্ট খেলুড়ে তৃতীয় দেশ হিসেবে শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ডও গড়বে বাংলাদেশ। কলম্বোতে এখন প্রচণ্ড গরম। তবে আবহাওয়া বার্তা বলছে, এই গরমের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যায় না। বৃষ্টির এই সম্ভাবনা নিয়েই আজ সকালে মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। কে জানে, বাংলাদেশ ইতিহাস গড়তে পারে কি না! নাকি ২০১৩ সালের মতো ১-১ ড্রতেই শেষ হয় সিরিজ! সেবারও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের একটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল। বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচ জিতেছিল একটি করে।

সর্বশেষ খবর