শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বিচারহীনতার কারণে সন্ত্রাসবাদ সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

বিচারহীনতার কারণে সন্ত্রাসবাদ সৃষ্টি

মার্টিন চুংগং

সামাজিক অবিচার ও বৈষম্য বিশ্বব্যাপী জঙ্গিবাদ উত্থানের অন্যতম কারণ বলে মনে করেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব মার্টিন চুংগং। তিনি বলেন, ‘সমাজে অসাম্য ও বিচারহীনতার কারণে সারা বিশ্বে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের সৃষ্টি হচ্ছে। এই অসাম্য তৈরি হয় রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে। আমাদের এ সম্মেলনের উদ্দেশ্য হলো তা দূর করা।’ রাজধানী ঢাকায় আজ শুরু হওয়া আইপিইউ সম্মেলনের প্রাক্কালে গতকাল এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মার্টিন চুংগং। এ সময় বাংলাদেশের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী ও আইপিইউ সভাপতি সাবের হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। ‘সমাজের বৈষম্য নিরসনের মাধ্যমে সবার মর্যাদা ও মঙ্গল সাধন’-এর বিষয়টি সামনে রেখে ১৩১ সদস্য দেশের সংসদ সদস্যদের নিয়ে এবারের আইপিইউ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আইপিইউ মহাসচিব মার্টিন চুংগং বলেন, ‘পৃথিবীতে এখনো রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে ব্যাপক বৈষম্য রয়েছে। অনেক মানুষই পেছনে পড়ে আছে। এই পেছনে পড়ে থাকাদের সংখ্যা আমরা কমাতে চাই। এটি কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।’ এক প্রশ্নের জবাবে আইপিইউ মহাসচিব বলেন, আইপিইউ জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল নয়, এটি কাউকে সিদ্ধান্ত মানতে বাধ্য করে না। তবে আইপিইউ এ বিষয়ে সরকার ও সংসদের নৈতিক দায়বদ্ধতা এবং সমাজ ও রাজনীতিকদের বিবেককে জাগ্রত করতে কাজ করে। এভাবেই বিশ্বে ক্রমবর্ধমান রাজনৈতিক, অর্থনৈতক ও সামাজিক বৈষম্য কমাতে চায় আইপিইউ।

সর্বশেষ খবর