রবিবার, ২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বিশ্বে ৮১ শতাংশ নারী এমপি হয়রানির শিকার হন

নিজস্ব প্রতিবেদক

বিশ্বে ৮১ শতাংশ নারী এমপি হয়রানির শিকার হন

গণভবনে গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন আইপিইউ-এর নির্বাহী সদস্যরা —পিআইডি

সারা বিশ্বের ৮১ দশমিক ৮ শতাংশ নারী এমপি কোনো না কোনোভাবে হয়রানি ও নির্যাতনের শিকার। এর মধ্যে ২১ দশমিক ৮ শতাংশ নারী এমপি যৌন হয়রানি এবং ২৫ দশমিক ৫ শতাংশ শারীরিকভাবে হেনস্তার শিকার হন। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলনে নারী বিষয়ক সেমিনারে এ পরিসংখ্যানটি তুলে ধরেন ব্যুরো অব ওম্যান পার্লামেন্টের প্রতিনিধি কারিন জাবরি।  সেমিনারে সভাপতিত্ব করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এমপি। উদ্বোধনী বক্তব্য দেন সম্মেলনের চেয়ারপারসন ও বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং আইপিইউর প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী। ব্যুরো অব ওম্যান পার্লামেন্টের প্রতিনিধি জানান, ৮১ দশমিক ৮ শতাংশ নারী এমপি যৌন নির্যাতনমূলক মন্তব্য শুনে থাকেন। এদের অধিকাংশই সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি পেয়েছেন। এর মধ্যে ৪৪ দশমিক ৪ শতাংশ নারী এমপিকে হত্যা, ধর্ষণ বা অপহরণের মতো গুরুতর হুমকি দেওয়া হয়েছে। এ ছাড়া অশ্লীল মন্তব্য ও আচরণ দ্বারা হয়রানির শিকার হন ৬৫ দশমিক ৫ শতাংশ নারী এমপি। প্রেসব্রেফিংয়ে এ বিষয়ে জানতে চাইলে আইপিইউর প্রোগ্রাম ডিরেক্টর কারিন জাবরি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিশ্বের ৩৯টি দেশের ৫৫ জন মহিলা এমপির সাক্ষাৎকারের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইপিইউর ব্যুরো অব ওম্যান পার্লামেন্টের স্টাডি রিপোর্টে এসব তথ্য তুলে ধরে বলা হয়, এটি হচ্ছে রাজনীতি এবং সংসদে অংশগ্রহণকারী নারীদের একটি চিত্র। এ প্রতিবেদন সারা দুনিয়ার সংসদগুলোর মনোযোগ আকর্ষণ করেছে। আমরা নারীর অধিকার এবং ক্ষমতায়ন নিয়ে কাজ করে থাকি বলে বিষয়টি নিয়ে ঢাকায় আলোচনা করা হলো। নারীদের প্রতি সহিংসতা ও হয়রানি বন্ধের জন্য ব্যুরো অব ওম্যান পার্লামেন্টের পক্ষ থেকে সবাইকে এ স্টাডি প্রচার এবং বিতর্ক করার জন্য উৎসাহ দেওয়া হয়। আমরা আশা করি আগামীতে এই পরিস্থিতির উত্তরণ ঘটবে। উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশে নারীর ক্ষমতায়নের বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

সর্বশেষ খবর