রবিবার, ২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

নতুন ইসির শুভ সূচনা কুমিল্লায়

ইডব্লিউজি

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সিটি করপোরেশন ভোটের মধ্য দিয়ে নতুন নির্বাচন কমিশনের শুভসূচনা হয়েছে বলে মনে করছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)। গতকাল সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দুই দিন আগের ভোট নিয়ে নির্বাচন পর্যবেক্ষকদের এই মোর্চা তাদের পর্যবেক্ষণ তুলে ধরে। লিখিত বক্তব্যে ইডব্লিউজির পরিচালক আবদুল আলীম বলেন, ভোট গ্রহণ কর্মকর্তারা নিরপেক্ষতা বজায় রেখে দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। নাগরিকরাও সুশৃঙ্খলভাবে তাদের ভোট দিতে  পেরেছেন। আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী, ভোট পড়েছে ৬২ দশমিক ৭ শতাংশ। ছোটখাটো কিছু অনিয়ম ও সহিংসতা থাকলেও ইডব্লিউজি মনে করে, কে এম নূরুল হুদার নেতৃত্বে এই ১২তম নির্বাচন কমিশনের জন্য কুমিল্লা সিটি নির্বাচন একটি শুভসূচনা। বৃহস্পতিবারের নির্বাচনে এক লাখ ২৭ হাজার ৮৬০টি বৈধ  ভোটের মধ্যে বিএনপির মনিরুল হক সাক্কু ৬৮ হাজার ৯৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ৫৭ হাজার ৮৬৩  ভোট।

২৮টি বেসরকারি সংস্থার সমন্বয়ে গঠিত ইডব্লিউজির পর্যবেক্ষকরা ১৫৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৮টিতে উপস্থিত ছিলেন বলে সাংবাদিকদের জানানো হয়। ইডব্লিউজির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, আগের নির্বাচনগুলোর মতো কুমিল্লায় সহিংসতা ও অনিয়ম  দেখা যায়নি। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। আমাদের শঙ্কা ছিল, কুমিল্লায় জঙ্গিবিরোধী অভিযান নির্বাচনে কোনো আতঙ্ক সৃষ্টি করবে কিনা। কিন্তু  সেটাকেও নির্বাচন কমিশন সুন্দরভাবে ট্যাকেল করেছেন। ইডব্লিউজির সদস্য আবদুল আউয়াল ও হারুনুর রশীদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর