রবিবার, ২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ইতিহাস গড়া হলো না টাইগারদের

মেজবাহ্-উল-হক

ইতিহাস গড়া হলো না বাংলাদেশের। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে গতকাল ৭০ রানের বিশাল ব্যবধানে হেরে গেল টাইগাররা। টেস্টের মতো ওয়ানডে সিরিজও ১-১ ব্যবধানে সমতায় শেষ হলো। ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই কাল হারতে হয়েছে বাংলাদেশকে। ব্যাটিং স্বর্গেও নিজেদের মেলে ধরতে পারেননি তামিম-মুশফিকরা। শ্রীলঙ্কার ২৮০ রানের জবাবে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় মাত্র ২১০ রানেই। সিরিজ নির্ধারণীয় এই ম্যাচে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে দুই ইনিংসের প্রথম ১০ ওভার। প্রথম ইনিংসে লঙ্কানরা তাদের ব্যাটিংয়ের সময় ১০ ওভারে বিনা উইকেটে করেছে ৭৬ রান। তারপর দ্বিতীয় ইনিংসে ১০ ওভারের মধ্যেই বাংলাদেশের তিন উইকেট তুলে নিয়ে ম্যাচটি হাতের মুঠোয় নিয়ে নেয় স্বাগতিকরা। টাইগার দলপতি মাশরাফিও ১০ ওভারের বিড়ম্বনার কথাই জানিয়েছেন, ‘প্রথম ১০ ওভারের কারণেই আমরা ম্যাচে হেরে গিয়েছি। যদিও ২৮০ রান তাড়া করে জয় কঠিন ছিল না। কিন্তু অতিরিক্ত চাপ নেওয়ার কারণে আমরা পারিনি।’ দারুণ ব্যাটিং করেছেন দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। বিশ্বসেরা অলরাউন্ডার খেলেছেন ৫৪ রানের ইনিংস, আর মিরাজের ব্যাট থেকে এসেছেন ৫১ রান। কিন্তু দলে যাদের কাজ কেবল মাত্র ব্যাটিং করা সেই স্পেশালিস্ট ব্যাটসম্যানরাই ব্যর্থ হয়েছেন। একমাত্র সৌম্য সরকার ছাড়া বাকি পাঁচ স্পেশালিস্ট ব্যাটসম্যান— তামিম ইকবাল (৪), সাব্বির রহমান (০), মুশফিকুর রহিম (০), মাহমুদুল্লাহ রিয়াদ (৭) ও মোসাদ্দেক হোসেনের (৯) কেউ-ই দুই অঙ্কের কোটাও ছুঁতে পারেননি। তাদের পাঁচজনের রানের যোগফল মাত্র ২০! গতকাল বাংলাদেশ দলীয় ১১ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি। সাকিব ও মিরাজের লড়াইয়ে কেবল স্কোরলাইনটা সম্মানজনক হয়েছে এই যা। লঙ্কান বোলার নুয়ান কুলাসেকারা একাই নিয়েছেন চার উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন দিলরুয়ান পেরেরা, প্রসন্ন ও লাকমল। ঝড়ো ব্যাটিং করে ম্যাচ সেরা হয়েছেন থিসারা পেরেরা। এই পরাজয়ে বিদেশের মাটিতে ওয়ানডেতে সবচেয়ে অর্জনের সহজ সুযোগটি সুযোগ নষ্ট হয়ে গেল। লঙ্কানদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ের অপেক্ষাটা আরও বেড়ে গেল।

সর্বশেষ খবর