রবিবার, ২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

অটিজম সচেতনতায় চ্যাম্পিয়ন পুতুল

নিজস্ব প্রতিবেদক

অটিজম সচেতনতায় চ্যাম্পিয়ন পুতুল

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার চ্যাম্পিয়ন হিসেবে সায়মা ওয়াজেদ হোসেন পুতুলকে নির্বাচিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি কার্যালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়।

অটিজম অর্থাৎ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পুতুলের প্রতিশ্রুতির বাস্তবায়ন, সাধারণের মধ্যে সচেতনতা বাড়ানো, শিশুদের দুর্ভোগের জায়গাগুলো চিহ্নিত করে সমাধান করা এবং তাদের বাবা-মা ও যত্নকারীদের নিয়ে বিভিন্ন উদ্যোগের কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা পুতুলকে এ সম্মাননা দেওয়া হয়েছে বলে জানায় সংস্থাটি। এদিকে বাংলাদেশের অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল অটিজম মোকাবিলায় পরিবারগুলোর প্রয়োজন অনুযায়ী জীবনব্যাপী অধিকতর সাশ্রয়ী, টেকসই ও সহায়ক আন্তখাত কর্মসূচি প্রণয়ণের আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা ইন্টার প্রেস সার্ভিস (আইপিএস)-এ প্রকাশিত একটি প্রবন্ধে তিনি বলেন, ‘অটিজম মোকাবিলায় এমন কোনো সহজ সমাধান নেই যার মাধ্যমে বিদ্যমান চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়ে তা বাস্তবায়িত করা যায়। এর পরিবর্তে পরিবারগুলোর প্রয়োজন অনুযায়ী জীবনব্যাপী অধিকতর সাশ্রয়ী, টেকসই ও সহায়ক আন্তখাত কর্মসূচি প্রণয়ন করতে হবে।’

সর্বশেষ খবর